মাখনের মতো হয়ে যাবে মুখ...! রাতে ঘুমোনোর আগে এই 'জিনিস' দিয়ে করুন ছোট্ট কাজ, ঠিকরে পড়বে আলো! এক রাতেই দেখুন তফাৎ

Last Updated:
Beauty: মুখ তো মনেরই আয়না! আর বর্ষাকালে কিন্তু এই আয়নায় জমে আষাঢ়ের মেঘ। কোথা থেকে যেন কালো মেঘ এসে জড়ো হয় চাঁদ মুখে। আর তাতেই মনও মুছড়ে পরে মুহূর্তে। আয়নার সামনে দাঁড়ালে কান্না পেয়ে যায় অনেকেরই।
1/19
মুখ তো মনেরই আয়না! আর বর্ষাকালে কিন্তু এই আয়নায় জমে আষাঢ়ের মেঘ। কোথা থেকে যেন কালো মেঘ এসে জড়ো হয় চাঁদ মুখে। আর তাতেই মনও মুছড়ে পরে মুহূর্তে। আয়নার সামনে দাঁড়ালে কান্না পেয়ে যায় অনেকেরই।
মুখ তো মনেরই আয়না! আর বর্ষাকালে কিন্তু এই আয়নায় জমে আষাঢ়ের মেঘ। কোথা থেকে যেন কালো মেঘ এসে জড়ো হয় চাঁদ মুখে। আর তাতেই মনও মুছড়ে পরে মুহূর্তে। আয়নার সামনে দাঁড়ালে কান্না পেয়ে যায় অনেকেরই।
advertisement
2/19
আসলে প্রকৃতিতে আদ্রতার ভাব বেশি থাকায় এই সময় ঘাম ও ধুলো ময়লা আটকে ত্বকের বারোটা বাজতে সময় লাগে না। বার বার মুখ ধুয়েও ত্বকের ঔজ্জ্বল্য ও সতেজতাকে রক্ষা করা যেন বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়।
আসলে প্রকৃতিতে আদ্রতার ভাব বেশি থাকায় এই সময় ঘাম ও ধুলো ময়লা আটকে ত্বকের বারোটা বাজতে সময় লাগে না। বার বার মুখ ধুয়েও ত্বকের ঔজ্জ্বল্য ও সতেজতাকে রক্ষা করা যেন বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়।
advertisement
3/19
মুখের গ্লো ফেরাতে আপনিও হয়ত বার বার ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়? কিন্তু জানেন কী কিছু সাধারণ ঘরোয়া জিনিসের টোটকা তুমুল কার্যকরী ভূমিকা নিতে পারে এক্ষেত্রে।
মুখের গ্লো ফেরাতে আপনিও হয়ত বার বার ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়? কিন্তু জানেন কী কিছু সাধারণ ঘরোয়া জিনিসের টোটকা তুমুল কার্যকরী ভূমিকা নিতে পারে এক্ষেত্রে।
advertisement
4/19
মুখের গ্লো ফেরাতে আপনিও হয়ত বার বার ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়? কিন্তু জানেন কী কিছু সাধারণ ঘরোয়া জিনিসের টোটকা তুমুল কার্যকরী ভূমিকা নিতে পারে এক্ষেত্রে।
মুখের গ্লো ফেরাতে আপনিও হয়ত বার বার ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়? কিন্তু জানেন কী কিছু সাধারণ ঘরোয়া জিনিসের টোটকা তুমুল কার্যকরী ভূমিকা নিতে পারে এক্ষেত্রে।
advertisement
5/19
ইতিমধ্যেই যদি আপনি আপনার ত্বককে সতেজ দেখানোর জন্য নানা ধরণের প্রতিকার চেষ্টা করে থাকেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে না পান, তাহলে অবশ্যই একটি প্রাকৃতিক প্রতিকার ট্রাই করে দেখুন আজই।
ইতিমধ্যেই যদি আপনি আপনার ত্বককে সতেজ দেখানোর জন্য নানা ধরণের প্রতিকার চেষ্টা করে থাকেন এবং কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে না পান, তাহলে অবশ্যই একটি প্রাকৃতিক প্রতিকার ট্রাই করে দেখুন আজই।
advertisement
6/19
আজকাল তো বারো মাসই পাওয়া যায় কমলা! এই লেবুই কিন্তু হতে পারে আপনার প্রিয়বন্ধু। কখনও মিষ্টি, কখনও টক, তবে এককথায় কমলা প্রায় সকলেরই একটি প্রিয় ফল। কিন্তু জানেন কী কমলা খাওয়ার পরে, কমলার খোসাও স্বাস্থ্যের জন্য উপকারী।
আজকাল তো বারো মাসই পাওয়া যায় কমলা! এই লেবুই কিন্তু হতে পারে আপনার প্রিয়বন্ধু। কখনও মিষ্টি, কখনও টক, তবে এককথায় কমলা প্রায় সকলেরই একটি প্রিয় ফল। কিন্তু জানেন কী কমলা খাওয়ার পরে, কমলার খোসাও স্বাস্থ্যের জন্য উপকারী।
advertisement
7/19
ভিটামিন সি ভরপুর এই কমলার খোসা ত্বককে তারুণ্য ধরে রাখার একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে দুর্দান্ত। আপনি যদি টাটকা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে ত্বকে লাগান তবে তা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।
ভিটামিন সি ভরপুর এই কমলার খোসা ত্বককে তারুণ্য ধরে রাখার একটি প্রাকৃতিক প্রতিকার হিসেবে দুর্দান্ত। আপনি যদি টাটকা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে ত্বকে লাগান তবে তা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।
advertisement
8/19
কমলার খোসায় থাকা ভিটামিন সি এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং মৃত ত্বকের কোষ দূর করে, ত্বকের সতেজতা প্রকাশ করে।
কমলার খোসায় থাকা ভিটামিন সি এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং মৃত ত্বকের কোষ দূর করে, ত্বকের সতেজতা প্রকাশ করে।
advertisement
9/19
কমলার খোসার প্যাক কীভাবে তৈরি করবেন?উপকরণ: শুকনো কমলার খোসা পিষে গুঁড়ো করে নিন। এতই আপনি ফ্রিজে রেখেও দিতে পারেন। এবার এর অনুপাত এক চা চামচ, তাজা দই - এক চা চামচ নিন।
কমলার খোসার প্যাক কীভাবে তৈরি করবেন?উপকরণ: শুকনো কমলার খোসা পিষে গুঁড়ো করে নিন। এতই আপনি ফ্রিজে রেখেও দিতে পারেন। এবার এর অনুপাত এক চা চামচ, তাজা দই - এক চা চামচ নিন।
advertisement
10/19
পদ্ধতি:এই দুটি উপাদান একটি পাত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি রাতে ঘুমোনোর আগে আপনার মুখ এবং ঘাড়ে লাগান। দশ থেকে পনের মিনিট শুকাতে দিন। এরপর হালকা হাতে ম্যাসাজ করে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে। সকালেই দেখুন জেল্লা কাকে বলে। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন বিশেষ 'ম্যাজিক' ফল পেতে।
পদ্ধতি:এই দুটি উপাদান একটি পাত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি রাতে ঘুমোনোর আগে আপনার মুখ এবং ঘাড়ে লাগান। দশ থেকে পনের মিনিট শুকাতে দিন। এরপর হালকা হাতে ম্যাসাজ করে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে। সকালেই দেখুন জেল্লা কাকে বলে। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন বিশেষ 'ম্যাজিক' ফল পেতে।
advertisement
11/19
কমলার খোসা এবং দইয়ের ফেসপ্যাকের উপকারিতা -১. মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে - কমলার খোসায় উপস্থিত ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
কমলার খোসা এবং দইয়ের ফেসপ্যাকের উপকারিতা -১. মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে - কমলার খোসায় উপস্থিত ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
advertisement
12/19
২. দাগ এবং ট্যানিং দূর করতে কার্যকর - এই ফেসপ্যাকটি মুখের ট্যানিং এবং রোদের ক্ষতিও কমায়। একই সঙ্গে এতে ব্রণের দাগও কমতে শুরু করে।
২. দাগ এবং ট্যানিং দূর করতে কার্যকর - এই ফেসপ্যাকটি মুখের ট্যানিং এবং রোদের ক্ষতিও কমায়। একই সঙ্গে এতে ব্রণের দাগও কমতে শুরু করে।
advertisement
13/19
৩. ব্রণ কমাতে কার্যকর - কমলার খোসার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ বাড়তে বাধা দেয়।
৩. ব্রণ কমাতে কার্যকর - কমলার খোসার অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ বাড়তে বাধা দেয়।
advertisement
14/19
৪. বলিরেখা কমাতে কার্যকর - এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক টানটান হয় এবং ধীরে ধীরে বলিরেখা কমতে শুরু করে।
৪. বলিরেখা কমাতে কার্যকর - এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বক টানটান হয় এবং ধীরে ধীরে বলিরেখা কমতে শুরু করে।
advertisement
15/19
৫. তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য একটি আশীর্বাদ: এই প্যাকটি অতিরিক্ত তেল শুষে নেয়, যার ফলে ত্বক ম্যাট এবং সতেজ দেখায়।
৫. তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য একটি আশীর্বাদ: এই প্যাকটি অতিরিক্ত তেল শুষে নেয়, যার ফলে ত্বক ম্যাট এবং সতেজ দেখায়।
advertisement
advertisement
advertisement