Beauty Tips: গোড়ালি ফেটেছে? মুখে বলিরেখা? ক্রিম-লোশন ছাড়ুন,এই ছোট্ট বীজেই পান মাখনের মতো নরম গোড়ালি আর ত্বক
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Beauty Tips: শীতে ফাটা গোড়ালি আর ত্বকে বলিরেখার সমস্যায় কবমেশি সবাই ভোগেন। শীত চলে যাচ্ছে, কিন্তু এই ভোগান্তিগুলি দিয়ে গিয়েছে! কসমেটিক্স নয়, একেবারে ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন
শীত বিদায় নেওয়ার মুখে। কিন্তু এর মধ্যেই অনেকের যা ক্ষতি হওয়ার, তা হয়ে গিয়েছে। গোড়ালি ফেটে গিয়েছে অনেকেরই, বিশেষ করে যাঁদের খালি পায়ে হাঁটার অভ্যাস রয়েছে। অনেকেই পড়েছেন চরম ভোগান্তির মুখে। হাজার ক্রিম-লোশন মেখেওসমস্যা মিটছে না? চিন্তা করবেন না, ঘরোয়া উপায়ে ফাটা গোড়ালি থেকে মুক্তি পান, গোড়ালি হবে মাখনের মতো নরম-তুলতুলে--
advertisement
advertisement
আয়ুর্বেদিক চিকিৎসক ডা. নেহা গয়াল জানান, মহুয়ার বীজে অনেক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। শীতকালে ধুলোর কারণে পায়ের গোড়ালি ফাটে, এমন অবস্থায় মহুয়ার বীজ ব্যবহার করতে পারেন। প্রথমে মহুয়ার বীজ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর এতে মোম মিশিয়ে রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে লাগাতে হবে। সকালে পায়ের গোড়ালি নরম হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement