Durga Puja 2021: পুজোর আর দেরি নেই! দ্রুত ওজন ও মেদ কমাতে রোজ খান এই ৩ টোটকা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021: ওয়ার্ক ফর্ম হোমের সুবাদে অনেকেই অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলেছেন। কিন্তু সেই প্রভাব তো পড়তে দেওয়া যাবে না পুজোর সাজে।
advertisement
advertisement
বাড়িতে শুধু দরকার দুটি উপকরণ। দই ও কালোজিরে। শরীরের অতিরিক্ত ওজন কমাতে এই দুটি উপাদানের জুড়ি মেলা ভার। কালোজিরে সাধারণত বহু বাঙালি রান্নাতেই ব্যবহার করা হয়। তাই খুবই সহজলভ্য। এক চামচ কালোজিরের গুড়োর সঙ্গে ২ কাপ টকদই একটি বাটিতে ভালো করে মেশান। ভালো করে মেশানো হলে সেই মিশ্রণ রাতে শুতে যাওয়ার আগে খেয়ে নিন। বিশেষজ্ঞরা বলেন, এই মিশ্রণ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে দ্রুত ওজন ও মেদ কমে।
advertisement
advertisement
