• অনেক সময় জলের আয়রন থাকার জন্য বা বাইরের দূষণের কারণে চুল লাল হয়ে যায় ৷ কিন্তু এক ঢাল কালো চুল পেতে যদি আপনার ইচ্ছা করে, তা হলে রং করে চুলের বারোটা বাজাবেন না ৷ ঘরোয়া উপায়েও কোনও রকম কেমিক্যাল ছাড়াই চুল কালো করা সম্ভব ৷ সহজ দু’টি টিপস ট্রাই করুন। আর স্বাভাবিক ভাবে ফিরে পান চুলের কালচে রঙ। যা স্থায়ী ভাবেই চুলে বজায় থাকবে।
advertisement
advertisement
• বাজারে মেথি ও আমলকি পাউডার দুই পাওয়া যায়। ২ চা চামচ মেথি পাউডার ও ২ চা চামচ আমলকি পাউডার ভালো করে মিশিয়ে নিন অল্প জল দিয়ে। আর গোটা আমলকি হলে তার পেস্ট ও একরাত ভেজানো মেথির পেস্ট এক সাথে মিশিয়ে নিন, বেশি ভালো রেজাল্ট পাবেন। এবার এই হেয়ার প্যাক সারা চুলে লাগিয়ে ১ ঘণ্টা মতো রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে অবশ্যই করুন। নিজেই তফাৎ বুঝতে পারবেন।
advertisement