কোন ত্বকের জন্য কেমন মেকআপ রিমুভার কিনবেন জেনে নিন

Last Updated:
1/6
সুন্দর দেখানোর জন্য মেকআপ যেমন জরুরি, তেমনই ত্বক ভাল রাখতে রোজ মেকআপ তোলাও জরুরি৷ তবে চোখ বুজে মেকআপ রিমুভার কিনে ফেলবেন না৷ জেনে নিন কোন ত্বকের জন্য কোন মেকআপ রিমুভার কিনবেন৷
সুন্দর দেখানোর জন্য মেকআপ যেমন জরুরি, তেমনই ত্বক ভাল রাখতে রোজ মেকআপ তোলাও জরুরি৷ তবে চোখ বুজে মেকআপ রিমুভার কিনে ফেলবেন না৷ জেনে নিন কোন ত্বকের জন্য কোন মেকআপ রিমুভার কিনবেন৷
advertisement
2/6
যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে অবশ্যই ক্রিম বেসড রিমুভার ব্যবহার করুন৷ যা ত্বকের ন্যাচারাল অয়েল ধরে রাখে৷
যদি আপনার ত্বক শুষ্ক হয় তাহলে অবশ্যই ক্রিম বেসড রিমুভার ব্যবহার করুন৷ যা ত্বকের ন্যাচারাল অয়েল ধরে রাখে৷
advertisement
3/6
যেকোনও ধরনের ত্বকেই অয়েল বেসড রিমুভার ব্যবহার করতে পারেন৷ শুষ্ক ত্বকে ন্যাচারাল অয়েল ধরে রাখে, তৈলাক্ত ত্বকেরও ব্যালান্স নষ্ট হতে দেয় না৷
যেকোনও ধরনের ত্বকেই অয়েল বেসড রিমুভার ব্যবহার করতে পারেন৷ শুষ্ক ত্বকে ন্যাচারাল অয়েল ধরে রাখে, তৈলাক্ত ত্বকেরও ব্যালান্স নষ্ট হতে দেয় না৷
advertisement
4/6
ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে ব্যবহার করুন জেল রিমুভার৷ এতে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকবে৷ অ্যাকনে দূরে রাখতে পারবেন৷
ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে ব্যবহার করুন জেল রিমুভার৷ এতে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকবে৷ অ্যাকনে দূরে রাখতে পারবেন৷
advertisement
5/6
মাইসেলার ওয়াটার যেকোনও ত্বকের জন্যই ভাল৷ রিমুভার হিসেবে যেমন ব্যবহার করতে পারেন, তেমনই ক্লিনজার বা টোনার হিসেবেও ব্যবহার করা যায়৷
মাইসেলার ওয়াটার যেকোনও ত্বকের জন্যই ভাল৷ রিমুভার হিসেবে যেমন ব্যবহার করতে পারেন, তেমনই ক্লিনজার বা টোনার হিসেবেও ব্যবহার করা যায়৷
advertisement
6/6
যদি রাতে খুব ক্লান্ত লাগে তাহলে সবচেয়ে ভাল উপায় মেকআপ ওয়াইপ ব্যবহার করা৷ যেকোনও ধরনের ত্বকেই ব্যবহার করতে পারেন৷
যদি রাতে খুব ক্লান্ত লাগে তাহলে সবচেয়ে ভাল উপায় মেকআপ ওয়াইপ ব্যবহার করা৷ যেকোনও ধরনের ত্বকেই ব্যবহার করতে পারেন৷
advertisement
advertisement
advertisement