Bathroom Cleaning Tips: আপনার বাড়ির বাথরুমে কি বোঁটকা গন্ধ? ঢুকলেই গা গুলিয়ে ওঠে? ১ টোটকায় গায়েব হবে দুর্গন্ধ!

Last Updated:
Bathroom Cleaning Tips: গোটা বাড়ি সুন্দর করে সাজিয়েছেন। এমনকী বাথরুমেও বসিয়েছেন দামি কল। কিন্তু সমস্যা হল, বাথরুম থেকে দুর্গন্ধ যায় না।
1/9
গোটা বাড়ি সুন্দর করে সাজিয়েছেন। এমনকী বাথরুমেও বসিয়েছেন দামি কল। কিন্তু সমস্যা হল, বাথরুম থেকে দুর্গন্ধ যায় না। ভাল করে পরিষ্কার করার পরও দুর্গন্ধ থাকে। কী করবেন?
গোটা বাড়ি সুন্দর করে সাজিয়েছেন। এমনকী বাথরুমেও বসিয়েছেন দামি কল। কিন্তু সমস্যা হল, বাথরুম থেকে দুর্গন্ধ যায় না। ভাল করে পরিষ্কার করার পরও দুর্গন্ধ থাকে। কী করবেন?
advertisement
2/9
শৌচাগার ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলে দুর্গন্ধ বের করে। স্নানের পর ঠিকমতো বাথরুমে ভাল করে জল না দিলেও দুর্গন্ধ বের হতে থাকে।
শৌচাগার ব্যবহারের পর ঠিকমতো পরিষ্কার না করলে দুর্গন্ধ বের করে। স্নানের পর ঠিকমতো বাথরুমে ভাল করে জল না দিলেও দুর্গন্ধ বের হতে থাকে।
advertisement
3/9
বাথরুমে যদি হাওয়া চলাচল করার জায়গা না থাকে, তখন দুর্গন্ধ তৈরি হয়। তাই চেষ্টা করুন, বাথরুমে এক্সজশ ফ্যান বসানোর। পাখাও বসাতে পারেন।
বাথরুমে যদি হাওয়া চলাচল করার জায়গা না থাকে, তখন দুর্গন্ধ তৈরি হয়। তাই চেষ্টা করুন, বাথরুমে এক্সজশ ফ্যান বসানোর। পাখাও বসাতে পারেন।
advertisement
4/9
তবে এই দুর্গন্ধ দূর করাও আছে কিছু টোটকা। যেগুলি ব্যবহার করলে শৌচালয়ের গন্ধ দূরে চলে যাবে।
তবে এই দুর্গন্ধ দূর করাও আছে কিছু টোটকা। যেগুলি ব্যবহার করলে শৌচালয়ের গন্ধ দূরে চলে যাবে।
advertisement
5/9
একটি পাত্রে পঞ্চাশ গ্রাম খাবার সোডা রেখে দিতে পারেন শৌচাগারের ভিতর। খাবার সোডা বাতাসের আর্দ্রতা ও দুর্গন্ধ টেনে নেয়। পাশাপাশি, চাইলে সমপরিমাণ খাবার সোডা ও লেবুর রস মিশিয়ে একটি অর্ধতরল মিশ্রণ তৈরি করতে পারেন।
একটি পাত্রে পঞ্চাশ গ্রাম খাবার সোডা রেখে দিতে পারেন শৌচাগারের ভিতর। খাবার সোডা বাতাসের আর্দ্রতা ও দুর্গন্ধ টেনে নেয়। পাশাপাশি, চাইলে সমপরিমাণ খাবার সোডা ও লেবুর রস মিশিয়ে একটি অর্ধতরল মিশ্রণ তৈরি করতে পারেন।
advertisement
6/9
বাথরুমের বিভিন্ন কোনায়, বেসিনের তলায় কিংবা অন্যান্য অংশে এই মিশ্রণ করে মাখিয়ে রাখলে দূর হতে পারে দুর্গন্ধের সমস্যা।
বাথরুমের বিভিন্ন কোনায়, বেসিনের তলায় কিংবা অন্যান্য অংশে এই মিশ্রণ করে মাখিয়ে রাখলে দূর হতে পারে দুর্গন্ধের সমস্যা।
advertisement
7/9
লেবুর রস ও খাবার সোডার মিশ্রণটি ব্যবহার করলে ১০-১৫ মিনিট পর সংশ্লিষ্ট স্থানগুলিতে ভিনিগার স্প্রে করে দেওয়া যেতে পারে। সাদা ভিনিগার শৌচালয় দুর্গন্ধ দূর করার সঙ্গে সঙ্গে পরিষ্কারের কাজেও আসতে পারে।
লেবুর রস ও খাবার সোডার মিশ্রণটি ব্যবহার করলে ১০-১৫ মিনিট পর সংশ্লিষ্ট স্থানগুলিতে ভিনিগার স্প্রে করে দেওয়া যেতে পারে। সাদা ভিনিগার শৌচালয় দুর্গন্ধ দূর করার সঙ্গে সঙ্গে পরিষ্কারের কাজেও আসতে পারে।
advertisement
8/9
দুই কাপ জলে এক চামচ ভিনিগার, এক চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে ছড়িয়ে দিলেই গায়েব হবে গন্ধ।
দুই কাপ জলে এক চামচ ভিনিগার, এক চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে ছড়িয়ে দিলেই গায়েব হবে গন্ধ।
advertisement
9/9
মোমবাতি জ্বালিয়ে রাখলে অতি দ্রুত বাথরুমের গন্ধ দূর হয়। এর জন্য কোনও বিশেষ মোমের তৈরি কিংবা সুগন্ধি যুক্ত মোমবাতিরও প্রয়োজন পড়ে না। সাধারণ মোমবাতিই যথেষ্ট। তবে এটি স্থায়ী সমাধান নয়।
মোমবাতি জ্বালিয়ে রাখলে অতি দ্রুত বাথরুমের গন্ধ দূর হয়। এর জন্য কোনও বিশেষ মোমের তৈরি কিংবা সুগন্ধি যুক্ত মোমবাতিরও প্রয়োজন পড়ে না। সাধারণ মোমবাতিই যথেষ্ট। তবে এটি স্থায়ী সমাধান নয়।
advertisement
advertisement
advertisement