Basanti Puja 2024: পয়লা বৈশাখের দিন আরম্ভ এই বিশেষ পুজো! কোন শুভ দিনে শুরু হচ্ছে বাংলা নববর্ষ! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Basanti Puja 2024: সাধারণত চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বাসন্তীপুজো করা হয়৷ এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে
বসন্ত ঋতুতে মাতৃকাদেবীর আরাধনাই বাসন্তী পুজো৷ চৈত্রমাসে বসন্তকালে এই পুজো করা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়৷ আদিতে এটাই ছিল দুর্গোৎসব৷ শরৎকালের দুর্গোৎসবকে বলা হয় অকালবোধন৷
advertisement
অনেক সাবেকি বনেদি বাড়িতে এখনও সাড়ম্বরে পালিত হয় বাসন্তীপুজো৷ কথিত, এই পুজো পালন করলে দেবী অন্নপূর্ণার দানে সংসারে কোনওদিন অন্নাভাব হয় না৷
advertisement
সাধারণত চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বাসন্তীপুজো করা হয়৷ এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে৷
advertisement
বাসন্তীপুজোর ষষ্ঠী পড়েছে নববর্ষের দিন, ১৪ এপ্রিল৷ সপ্তমী তিথি ১৫ এপ্রিল৷ তার পর দিন ১৬ এপ্রিল অষ্টমী৷
advertisement
advertisement
শারদীয়া দুর্গাপুজোর মতোই মহা সপ্তমী থেকে মহা নবমী পর্যন্ত পালিত হয় বাসন্তী পুজোর উৎসব৷ এই সময়পর্বকে বলা হয় চৈত্র নবরাত্রিও৷
advertisement