মটন-চিকেনের স্বাদ ভুলে যাবেন, রসিয়ে-কষিয়ে এই 'ছাতু' রান্না করলে হাত চাটতেই থাকবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
৫০০ টাকা কিলো, আর পাওয়া যাবে কয়েকদিন মাত্র। দেদার বিক্রি হচ্ছে বাঁকুড়ার বুকে এই খাবার।
advertisement
advertisement
দাম চলছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। আর বোধহয় দু-একদিন পাওয়া যাবে এই ছাতু। কাড়ান ছাতু ঝাল করার ক্ষেত্রে সর্ষের সঙ্গে বেটে রাখতে হয় কাঁচালঙ্কা। তারপর কাটা, পরিষ্কার করা কাড়ান ছাতু কড়াইয়ে বসিয়ে,তেল দিয়ে,শুকনো লঙ্কা, হলুদ, নুন দিয়ে, আগেই প্রস্তুত তৈরি বাটা দিয়ে ঝাল করা হয়। পেঁয়াজ -রসুনও দেওয়া হয় এই খাবারে। অনেকটা মাংসের মত। দামে একটু বেশি হলেও, স্বাদের কারণে মানুষ অত্যন্ত পছন্দ করেন কাড়ান ছাতু। অনেকে আবার মাংসের মতকষে রান্না করেন।
advertisement
advertisement
advertisement
কাড়ান ছাতু দেখতে কিছুটা লম্বাটে হয়ে থাকে। এই ছাতু দেখলেই চিনে ফেলা যায় খুব সহজে। কাড়ান ছাতুর পাশাপাশি বিক্রি হচ্ছে অন্যান্য ছাতুও, যেগুলি মূলত পাওয়া যায় গোটা বছর। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ছাতু দেখেশুনে খাওয়া উচিত। প্রত্যেকটি ছত্রাক খাদ্য উপযোগী হয় না, তবে খাবার যোগ্য সুস্বাদু অন্যতম কাড়ান ছাতু কেড়ে নিয়েছে বাঁকুড়ার বাজার।