Bangla News: প্রায় ৬ ফুট লম্বা! এই শিব মূর্তি পূর্ব ভারতের আকর্ষণ! আছে কোন জেলায় জানেন? চমকে যাবেন উত্তরে...

Last Updated:
Bangla News: বিশালাকার শিব দেখতে ছুটে আসেন দূরদূরান্তের মানুষ। আপনিও যাবেন নাকি? কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে?
1/4
বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এখানে। শিব শম্ভুর আরাধনার পাশপাশি বহু মানুষ সকাল সন্ধা বেড়াতে আসেন এখানে।
বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন এখানে। শিব শম্ভুর আরাধনার পাশপাশি বহু মানুষ সকাল সন্ধা বেড়াতে আসেন এখানে।
advertisement
2/4
শিব ছাড়াও এখানে পার্বতী, গণেশ, লক্ষ্মী, নারায়ন, রাম শীতা, দুর্গা ও হনুমান সহ নানা দেব দেবী রয়েছে এখানে। ১৯৫৩ সালে হাওড়ার সালকিয়ায় এই মন্দির প্রতিষ্ঠা হয়।
শিব ছাড়াও এখানে পার্বতী, গণেশ, লক্ষ্মী, নারায়ন, রাম শীতা, দুর্গা ও হনুমান সহ নানা দেব দেবী রয়েছে এখানে। ১৯৫৩ সালে হাওড়ার সালকিয়ায় এই মন্দির প্রতিষ্ঠা হয়।
advertisement
3/4
বিশাল আকৃতির এই শিব মূর্তি হাওড়া কলকাতার ঐতিহ্য বলে মনে করা হয়। পূর্ব ভারতের সব থেকে বড় এই শিব মূর্তিটি রয়েছে হুগলি নদীর তীরে।
বিশাল আকৃতির এই শিব মূর্তি হাওড়া কলকাতার ঐতিহ্য বলে মনে করা হয়। পূর্ব ভারতের সব থেকে বড় এই শিব মূর্তিটি রয়েছে হুগলি নদীর তীরে।
advertisement
4/4
বিশাল আকৃতির এই পঞ্চ শীরের শিব মূর্তিটি উচ্ছতা প্রায় ৬১ ফুট।
বিশাল আকৃতির এই পঞ্চ শীরের শিব মূর্তিটি উচ্ছতা প্রায় ৬১ ফুট।
advertisement
advertisement
advertisement