Badmul Sand Resort-Travel: দিঘা-মন্দারমণি তো অনেক হল! যান ওড়িশার বাদমুলে! টেন্টে থাকুন! জঙ্গল-নদী দুটোই আছে!

Last Updated:
Badmul Sand Resort-Travel: সাতকোশিয়া টাইগার রিজার্ভ ও মহানদী ওয়াইল্ড লাইফ ডিভিশনের এই পর্যটন কেন্দ্র। ওড়িশার সিমলিপালের পর এই পর্যটন কেন্দ্রেই সবচেয়ে বেশি পর্যটক ‌যান।
1/7
দিঘা মন্দারমণি তো অনেক হল! এবার একটু স্বাদ বদল করলে কেমন হয়? ছোট ছুটিতে কম খরচে আপনি ঘুরে আসতে পারেন ওড়িশার এই নদীতটে। মহানদীর বিস্তীর্ণ বালিয়ারি হাতছানি দেবে আপনাকে। এখানে কি শুধুই বালিয়ারি? না। বালুতটেই আপনি করতে পারবেন রাত্রি‌যাপন। বালির চরেই রয়েছে টেন্ট। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
দিঘা মন্দারমণি তো অনেক হল! এবার একটু স্বাদ বদল করলে কেমন হয়? ছোট ছুটিতে কম খরচে আপনি ঘুরে আসতে পারেন ওড়িশার এই নদীতটে। মহানদীর বিস্তীর্ণ বালিয়ারি হাতছানি দেবে আপনাকে। এখানে কি শুধুই বালিয়ারি? না। বালুতটেই আপনি করতে পারবেন রাত্রি‌যাপন। বালির চরেই রয়েছে টেন্ট। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
2/7
ওড়িশার বাদমুল স্যান্ড রিসর্ট। এ রাজ্যের নয়াগড় জেলায় রয়েছে এই ট্যুরিস্ট ডেস্টিনেশন। সাতকোশিয়া টাইগার রিজার্ভ ও মহানদী ওয়াইল্ড লাইফ ডিভিশনের এই পর্যটন কেন্দ্র। ওড়িশার সিমলিপালের পর এই পর্যটন কেন্দ্রেই সবচেয়ে বেশি পর্যটক ‌যান। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
ওড়িশার বাদমুল স্যান্ড রিসর্ট। এ রাজ্যের নয়াগড় জেলায় রয়েছে এই ট্যুরিস্ট ডেস্টিনেশন। সাতকোশিয়া টাইগার রিজার্ভ ও মহানদী ওয়াইল্ড লাইফ ডিভিশনের এই পর্যটন কেন্দ্র। ওড়িশার সিমলিপালের পর এই পর্যটন কেন্দ্রেই সবচেয়ে বেশি পর্যটক ‌যান। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
3/7
বালি‌য়ারির টেন্ট ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি কটেজও। চাইলে আপনি সেখানেও থাকতে পারেন। তবে এখানের প্রতিটি টেন্ট অত্যাধুনিক সুবিধা‌যুক্ত। এছাড়াও এই বাদমুলেই রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যানোপি ওয়াক। বালির চরে টেন্টে রাত্রি‌যাপনের পাশাপাশি আপনি ঘুরে দেখতে পারেন অনেক কিছু। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
বালি‌য়ারির টেন্ট ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি কটেজও। চাইলে আপনি সেখানেও থাকতে পারেন। তবে এখানের প্রতিটি টেন্ট অত্যাধুনিক সুবিধা‌যুক্ত। এছাড়াও এই বাদমুলেই রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যানোপি ওয়াক। বালির চরে টেন্টে রাত্রি‌যাপনের পাশাপাশি আপনি ঘুরে দেখতে পারেন অনেক কিছু। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
4/7
বাদমুল স্যান্ড রিসর্টে দুটো দিন কাটালে আপনি দেখে নিতে পারেন মহানদীতে বোটিং করতে করতে কুমির। রয়েছে অসংখ্য পাখি। সাদা মাছরাঙাও দেখতে পারেন। ঘুরে আসতে পারেন কুয়ারানি ডিয়ার পার্ক, দেওঝাড় ফলস্, অনসুপা লেক, চম্পাসারি মন্দিরসহ বেশ কিছু সাইট সিন। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
বাদমুল স্যান্ড রিসর্টে দুটো দিন কাটালে আপনি দেখে নিতে পারেন মহানদীতে বোটিং করতে করতে কুমির। রয়েছে অসংখ্য পাখি। সাদা মাছরাঙাও দেখতে পারেন। ঘুরে আসতে পারেন কুয়ারানি ডিয়ার পার্ক, দেওঝাড় ফলস্, অনসুপা লেক, চম্পাসারি মন্দিরসহ বেশ কিছু সাইট সিন। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
5/7
বালির চরে সাইকেল চালানো, জঙ্গল ওয়াক করতে করতে কখন ‌যে দুটো দিন কেটে ‌যাবে আপনি ভাবতেও পারবেন না। কীভাবে ‌যাবেন – কলকাতা থেকে সোজা ভুবনেশ্বর। সেখান থেকে ভাড়া গাড়িতে গনিয়া চক হয়ে বাদমুল স্যান্ড রিসর্ট।  অনলাইনে বুকিং করে ‌যাওয়ায় ভাল। ওড়িশার ফরেস্ট দফতরের ওয়েবসাইটে বুকিং করা ‌যায়। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
বালির চরে সাইকেল চালানো, জঙ্গল ওয়াক করতে করতে কখন ‌যে দুটো দিন কেটে ‌যাবে আপনি ভাবতেও পারবেন না। কীভাবে ‌যাবেন – কলকাতা থেকে সোজা ভুবনেশ্বর। সেখান থেকে ভাড়া গাড়িতে গনিয়া চক হয়ে বাদমুল স্যান্ড রিসর্ট। অনলাইনে বুকিং করে ‌যাওয়ায় ভাল। ওড়িশার ফরেস্ট দফতরের ওয়েবসাইটে বুকিং করা ‌যায়। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
6/7
ওড়িশার এই ইকো ট্যুরিজম শুধু ট্যুরিস্ট স্পট নয়, স্থানীয় জঙ্গল ঘেরা মানুষের জীবিকাও। ৩৪ টি গ্রামের মানুষ এর সঙ্গে ‌যুক্ত। ২০২০ সালে এক কোটি টাকার ব্যবসা করে এই ইকো ট্যুরিজম স্পট ‌যা গ্রামের মানুষের উন্নয়নের কাজে লাগে। পর্যটকদের জন্য এখানে সন্ধেয় ব্যবস্থা করা হয় স্থানীয় সংস্কৃতির নাচ গানের। ‌যার সঙ্গে মেতে ওঠেন পর্যটকরা। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
ওড়িশার এই ইকো ট্যুরিজম শুধু ট্যুরিস্ট স্পট নয়, স্থানীয় জঙ্গল ঘেরা মানুষের জীবিকাও। ৩৪ টি গ্রামের মানুষ এর সঙ্গে ‌যুক্ত। ২০২০ সালে এক কোটি টাকার ব্যবসা করে এই ইকো ট্যুরিজম স্পট ‌যা গ্রামের মানুষের উন্নয়নের কাজে লাগে। পর্যটকদের জন্য এখানে সন্ধেয় ব্যবস্থা করা হয় স্থানীয় সংস্কৃতির নাচ গানের। ‌যার সঙ্গে মেতে ওঠেন পর্যটকরা। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
7/7
টেন্ট ও কটেজের ভাড়াও আপনার সাধ্যের মধ্যেই। প্রকৃতির মাঝে একটু নিস্তব্ধ নিরিবিলিতে দুদিন কাটাতে বড়দিনের ছোট্ট ছুটিতে একবার ঘুরে আসতেই পারেন বাদমুল স্যান্ড রিসর্ট। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
টেন্ট ও কটেজের ভাড়াও আপনার সাধ্যের মধ্যেই। প্রকৃতির মাঝে একটু নিস্তব্ধ নিরিবিলিতে দুদিন কাটাতে বড়দিনের ছোট্ট ছুটিতে একবার ঘুরে আসতেই পারেন বাদমুল স্যান্ড রিসর্ট। (ছবি ও তথ্য- পূর্ণেন্দু মণ্ডল।)
advertisement
advertisement
advertisement