শরীরে খারাপ কোলেস্টেরল বাড়তে থাকলে শরীর মোটেই ভাল থাকেনা ৷ যদিও প্রাথমিক ভাবে এর লক্ষণ দেখতে পাওয়া যায়না ৷ যা প্রাণঘাতি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
যদি রক্তের গতিপথে ফ্যাট বা মেদ জমা প্রয়োজনের তুলনায় বাড়তে শুরু করলে হাই ব্লাডপ্রেশার, হার্ট অ্যাটাক বা ডায়বেটিসের মত রোগ দেখতে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
শরীরে খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol) থেকে বাঁচতে সব থেকে জরুরি বিষয় এটাই হল লাইফস্টাইল বা ডেইলি খাবারে পরিবর্তন আনতে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
স্বাস্থ্যকর খাবার খেলে অনেক সমস্যাই দূর হবে একসঙ্গে ৷ একটি হার্বাল চা খেলে ধমনীতে কোলেস্টেরলের মাত্রা কম হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
যেকোনও শারীরিক সমস্যার জন্য আয়ুর্বেদ মতে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি ৷ ভারতে এমন কিছু গাছ গাছড়া আছে যা শরীরের খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol) দূর করে ৷ প্রাকৃতিক পদ্ধতিতে শরীর অত্যন্ত ভাল থাকে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
আদার ব্যবহার সাধারণত মশলা হিসাবে হয়ে থাকে ৷ সাধারণ কোনও খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আদা প্রয়োজনীয় ৷ দুধ ছাড়া চা খেলে তা কোলেস্টেরল কম করে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
আদা এক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ইম্ফ্লেমেন্ট্রি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ক্যান্সার প্রপাটিজ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
এই চা পান করলে ধীরে ধীরে আর্টারিগুলি খুলতে থাকে ৷ শরীর আগের থেকে আরও ভাল হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
কীভাবে হবে এই চা? একটি সসপ্যানে এক কাপ গরম জল নিতে হবে ৷ আদার একটি ছোট টুকরো কেটে গরম করতে হবে, খুব ভাল করে ফোটার জন্য প্রস্তুত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
এরপরে ফোটার পরে আদা ছেঁকে পান করতে হবে ৷ যদি স্বাদ তেতো লাগে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে ৷ এই চা দিনে কমপক্ষে ২ বার পান করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer: উপরোক্ত পদ্ধতিগুলি আসলে ঘরোয়া টোটকা ৷ কোনও চিকিৎসা বা ওষুধপত্রের সমতুল্য নয় ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ৷ প্রতীকী ছবি ৷