ইশ! নিজের আজব, ঘৃণ্য অভ্যেসের কথা বললেন মহিলা, শুনেই সবার চোখ উঠল কপালে! ভাবতে পারবেন না আপনিও

Last Updated:
অনেকেরই অনেকরকম বদ অভ্যেসের কথা শোনা যায়৷ কিন্তু এমনও যে কেউ করতে পারে, তা ভাবা যাচ্ছে না৷
1/5
বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস, কমবেশি অনেকের মধ্যেই লক্ষ্যণীয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে 'অনিকোফেজিয়া'। ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়ে যাওয়ার পরেও অনেকেই ছাড়তে পারেন না।
বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস, কমবেশি অনেকের মধ্যেই লক্ষ্যণীয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে 'অনিকোফেজিয়া'। ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়ে যাওয়ার পরেও অনেকেই ছাড়তে পারেন না।
advertisement
2/5
কিন্তু সম্প্রতি সোশ্যাল মি়ডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ যেখানে এক মহিলা তাংর অদ্ভুত বদঅভ্যেসের কথা বলেছেন৷
কিন্তু সম্প্রতি সোশ্যাল মি়ডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ যেখানে এক মহিলা তাংর অদ্ভুত বদঅভ্যেসের কথা বলেছেন৷
advertisement
3/5
তিনি জানিয়েছেন তিনি শরীর থেকে শুকনো চামড়া তোলেন এবং তা খান৷
তিনি জানিয়েছেন তিনি শরীর থেকে শুকনো চামড়া তোলেন এবং তা খান৷
advertisement
4/5
মহিলা জানিয়েছেন, তিনি এগজিমার সমস্যায় ভুগছিলেন৷ ফলে তাঁর ত্বক শুকিয়ে যেত৷ প্রথমে তিনি তা খেতে শুরু করেন৷ কিন্তু পরে এটি তাঁর অভ্যেসে পরিণত হয়৷ অভ্যেস এতটাই খারাপ হয়ে যায় যে তিনি নিয়মিত শুকনো চামড়া খেতে শুরু করেন৷
মহিলা জানিয়েছেন, তিনি এগজিমার সমস্যায় ভুগছিলেন৷ ফলে তাঁর ত্বক শুকিয়ে যেত৷ প্রথমে তিনি তা খেতে শুরু করেন৷ কিন্তু পরে এটি তাঁর অভ্যেসে পরিণত হয়৷ অভ্যেস এতটাই খারাপ হয়ে যায় যে তিনি নিয়মিত শুকনো চামড়া খেতে শুরু করেন৷
advertisement
5/5
এই অভ্যাস ঘুমের সময় তাঁর পিছু ছাড়ে নি৷ তাঁর এই কথা শুনে কেউ তাঁকে আনফলো করেছেন৷ কেউ আবার সততার জন্য তাঁকে বাহবা দিয়েছেন৷
এই অভ্যাস ঘুমের সময় তাঁর পিছু ছাড়ে নি৷ তাঁর এই কথা শুনে কেউ তাঁকে আনফলো করেছেন৷ কেউ আবার সততার জন্য তাঁকে বাহবা দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement