Asthma And COPD In Winter: শীতে বাড়ে হাঁপানি বা COPD, সহজ কয়েকটা নিয়মেই শ্বাসকষ্ট দূর হবে, ফুসফুস থাকবে চাঙ্গা, যা জানালেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হাঁপানি বা সিওপিডির রোগীরা কীভাবে শীতকালে শ্বাসকষ্ট থেকে বাঁচবেন? কীভাবে ফুসফুস চাঙ্গা রাখবেন? জানালেন চিকিৎসক--
শীতকালে হাঁপানি বা সিওপিডির রোগীদের খুব কষ্ট হয়। ঠান্ডা হাওয়া, শুষ্ক বাতাস এবং বাড়তে থাকা দূষণ শ্বাসনালিকে উত্যক্ত করে, ফলে শ্বাস নিতে কষ্ট হয়, ফ্লেয়ার-আপের মাত্রা বেড়ে যায়। ঠান্ডা বাড়লেই হাঁপানির টান ওঠে, রাতে শুলে শ্বাসকষ্ট হয়। যাঁদের অ্যালার্জির সমস্যা আছে, তাঁরাও শীতকালে শ্বাসকষ্টে ভোগেন। ক্রমাগত হাঁচি বা কাশির পরেই শ্বাস নিতে কষ্ট হয়। হাঁপানি বা সিওপিডির রোগীরা কীভাবে শীতকালে শ্বাসকষ্ট থেকে বাঁচবেন? কীভাবে ফুসফুস চাঙ্গা রাখবেন? জানালেন চিকিৎসক--
advertisement
প্র্যাক্টো-র চিকিৎসক ডাঃ মনোজ এজি-র কথায়, “ঠান্ডা, শুষ্ক বাতাস শ্বাসনালিকে সংকুচিত করে দেয় এবং শ্লেষ্মা উৎপাদন বাড়ায়। অন্যদিকে শীতে দূষণ ও ধোঁয়া ফুসফুসকে আরও বেশি উত্যক্ত করে।” হাঁপানি ও সিওপিডি রোগীদের ক্ষেত্রে এই সবকিছুর মিলিত প্রভাব ফ্লেয়ার-আপ এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।প্র্যাক্টো-র আর এক চিকিৎসক ডাঃ লীলা মোহন পিভিআর বলেন, “ঠান্ডা বাতাস ব্রঙ্কিয়াল ইরিট্যান্ট হিসেবে কাজ করে, শ্বাসনালিকে সংকুচিত করে এবং কাশি, হাঁপানির শব্দ (হুইজিং) ও শ্বাসকষ্টকে উদ্দীপিত করে।”
advertisement
advertisement
ডাঃ লীলা বলছেন, ভোরবেলা বা গভীর রাতে হাঁটাহাঁটি এড়িয়ে চলুন, কারণ এই সময়ে দূষণ, কুয়াশা ও স্মগের মাত্রা বেশি থাকে। তিনি বলেন, “স্কার্ফ বা মাস্ক ব্যবহারে ফুসফুসে ঢোকার আগে বাতাস উষ্ণ ও আর্দ্র হয়,” মিয়মিত বায়ুর মান সংক্রান্ত রিপোর্ট নজরে রাখুন। যে'সময় দূষণের মাত্রা কম থাকে, সেই সময় বাড়ির বাইরে বার হন।
advertisement
advertisement
