গ্রীষ্মকাল মানেই হাসফাঁস গরম আর প্যাচপ্যাচে ঘাম। কথায় আছে ফলের রাজা আম ৷ আর গরমকালে আম না খেলে আত্মার শান্তি তো হবেই না ৷ তা চাটনি হিসেবে টক আম হোক বা পাকা আম ৷ আম মানেই তৃপ্তি ! গরমের সবচেয়ে মজার জিনিস। কিন্তু আম খেয়ে শরীর খারাপের সমস্যাও লেগে থাকে প্রায়ই। সাধারণত যা হয়ে থাকে কৃত্রিম ভাবে পাকানো আম থেকে।
দেশে ২০টিরও বেশি প্রজাতির আম রয়েছে। তবে সাধারণ ক্রেতারা মূলত গোপালভোগ, মোহনভোগ, লক্ষ্মণভোগ, ক্ষিরসাপাত বা হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, বারি-৪, বোম্বাই, আশ্বিনা প্রভৃতি আম সম্পর্কেই খোঁজ খবর রাখেন। অনেক ক্ষেত্রে কার্বাইড দিয়ে সময়ের আগেই পাকিয়ে ফেলা হয় আম। এই বিষয় নজর রাখলে বুঝতে পারবেন যে আম খাচ্ছেন তা রাসায়নিক দিয়ে পাকানো কিনা।