Anti Dandruff Home Remedies: দামি শ‍্যাম্পুও ফেল! খুশকি কমাতে কাজে লাগান এই টোটকা, ফল পাবেন হাতেনাতে

Last Updated:
খুশকিকে বিদায় জানিয়ে মনের মতো করে চুলের স্টাইল করুন। ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ‍্য। খুশকির প্রতিকারের কয়েকটি সহজ উপায়ের সন্ধান রইল এই প্রতিবেদনে।
1/8
চুল পড়ার একটি বড় কারণ হল খুশকি। দামি দামি খুশকি বিনাশকারী শ‍্যাম্পুতেও বেশিরভাগ সময় কোনও কাজ হয়না। মাথার ত্বকে থেকেই যায় সাদা সাদা অদ্ভুত দর্শন এই ছত্রাক। চুলে চিরুনি পড়লেই ঝরে পড়ে সাদা সাদা গুঁড়োর মতো খুশকি। চুল পড়া তো বটেই, পাশাপাশি মাথায় চুলকানির মতো সমস‍্যাও আসতে পারে খুশকি থেকে। সেইসঙ্গে জামাকাপড় থেকে ত্বক, সৌন্দর্যের দফারফা করে বিরক্তিকর খুশকি।
চুল পড়ার একটি বড় কারণ হল খুশকি। দামি দামি খুশকি বিনাশকারী শ‍্যাম্পুতেও বেশিরভাগ সময় কোনও কাজ হয়না। মাথার ত্বকে থেকেই যায় সাদা সাদা অদ্ভুত দর্শন এই ছত্রাক। চুলে চিরুনি পড়লেই ঝরে পড়ে সাদা সাদা গুঁড়োর মতো খুশকি। চুল পড়া তো বটেই, পাশাপাশি মাথায় চুলকানির মতো সমস‍্যাও আসতে পারে খুশকি থেকে। সেইসঙ্গে জামাকাপড় থেকে ত্বক, সৌন্দর্যের দফারফা করে বিরক্তিকর খুশকি।
advertisement
2/8
 আর কিছুদিন পরেই পুজো। পুজো মানেই নতুন জামা, নতুন জুতো, অর্থাৎ নিজেকে নতুন করে সাজিয়ে তোলা। মানানসই সাজে চুলের স্টাইলও ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বাধ সাধছে খুশকি।
আর কিছুদিন পরেই পুজো। পুজো মানেই নতুন জামা, নতুন জুতো, অর্থাৎ নিজেকে নতুন করে সাজিয়ে তোলা। মানানসই সাজে চুলের স্টাইলও ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বাধ সাধছে খুশকি।
advertisement
3/8
এইবছর খুশকিকে বিদায় জানিয়ে মনের মতো করে চুলের স্টাইল করুন। ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ‍্য। খুশকির প্রতিকারের কয়েকটি সহজ উপায়ের সন্ধান রইল এই প্রতিবেদনে।
এইবছর খুশকিকে বিদায় জানিয়ে মনের মতো করে চুলের স্টাইল করুন। ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ‍্য। খুশকির প্রতিকারের কয়েকটি সহজ উপায়ের সন্ধান রইল এই প্রতিবেদনে।
advertisement
4/8
১.লেবু এবং চিনির মিশ্রণ- লেবুর রসে সামান্য চিনি মিশিয়ে স্নানের ৪-৫ ঘণ্টা আগে চুলে লাগান এবং স্নান করার সময় ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।
১.লেবু এবং চিনির মিশ্রণ- লেবুর রসে সামান্য চিনি মিশিয়ে স্নানের ৪-৫ ঘণ্টা আগে চুলে লাগান এবং স্নান করার সময় ধুয়ে ফেলুন। এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।
advertisement
5/8
 ২. আমলকি-  ভিটামিন সি তে পরিপূর্ণ আমলকি ছত্রাকের বিনাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুলকে খুশকিমুক্ত করতে আমলকির গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে স্নানের আধ ঘণ্টা আগে লাগিয়ে নিন। তারপর যথারীতি স্নান করার সময় ধুয়ে ফেলুন।
২. আমলকি- ভিটামিন সি তে পরিপূর্ণ আমলকি ছত্রাকের বিনাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুলকে খুশকিমুক্ত করতে আমলকির গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে স্নানের আধ ঘণ্টা আগে লাগিয়ে নিন। তারপর যথারীতি স্নান করার সময় ধুয়ে ফেলুন।
advertisement
6/8
৩. নারকেল তেল- নারকেল তেলে কাগজী লেবুর রস মিশিয়ে রাতে চুলে লাগান, পরের দিন সকালে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হবে।
৩. নারকেল তেল- নারকেল তেলে কাগজী লেবুর রস মিশিয়ে রাতে চুলে লাগান, পরের দিন সকালে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হবে।
advertisement
7/8
৪.নারকেল তেল এবং কর্পূর- চুলকে খুশকিমুক্ত করতে ১০০ গ্রাম নারকেল তেলে ৪ গ্রাম কর্পূর মিশিয়ে নিন। এটি একটি বোতলে রাখুন। দিনে দু'বার চুলে ম্যাসাজ করুন, এবং দু'বার চুল ধুয়ে নিন। রাতে ঘুমানোর আগেও এই বিশেষ তেল লাগাতে পারেন। কিছু দিনের মধ্যেই গায়েব হবে খুশকি।
৪.নারকেল তেল এবং কর্পূর- চুলকে খুশকিমুক্ত করতে ১০০ গ্রাম নারকেল তেলে ৪ গ্রাম কর্পূর মিশিয়ে নিন। এটি একটি বোতলে রাখুন। দিনে দু'বার চুলে ম্যাসাজ করুন, এবং দু'বার চুল ধুয়ে নিন। রাতে ঘুমানোর আগেও এই বিশেষ তেল লাগাতে পারেন। কিছু দিনের মধ্যেই গায়েব হবে খুশকি।
advertisement
8/8
 ৫.আমলা এবং শিকাকাই- আমলা এবং শিকাকাই চুল ঘন করতে ব্যবহার করা হয় তবে এটি চুল থেকে খুশকিও দূর করে। স্নানের পর আমলা ও শিকাকাই লাগান এবং পরের দিন চুল না ধোয়া পর্যন্ত রেখে দিন।
৫.আমলা এবং শিকাকাই- আমলা এবং শিকাকাই চুল ঘন করতে ব্যবহার করা হয় তবে এটি চুল থেকে খুশকিও দূর করে। স্নানের পর আমলা ও শিকাকাই লাগান এবং পরের দিন চুল না ধোয়া পর্যন্ত রেখে দিন।
advertisement
advertisement
advertisement