Alzheimers Disease Eye Test: চোখের দুর্বলতাই দেবে ডিমেনশিয়ার ইঙ্গিত? আলঝাইমারের ১২ বছর আগেই মিলতে পারে সঙ্কেত...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Alzheimers Disease Eye Test: নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, চোখের সেন্সিটিভিটি বা দেখার ক্ষমতা কমে যাওয়া ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। এই লক্ষণ আলঝাইমারের ১২ বছর আগেও দেখা দিতে পারে এবং চোখের পরীক্ষায় তা ধরা পড়তে পারে, বিস্তারিত জানুন...
চোখ শুধু দুনিয়া দেখার জানালা নয়, মস্তিষ্কের স্বাস্থ্যের আয়নাও বটে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, চোখের সামান্য দুর্বলতাও ডিমেনশিয়া (এক ধরনের মস্তিষ্কজনিত অসুস্থতা) হওয়ার ১২ বছর আগেই তার ইঙ্গিত দিতে পারে। ইংল্যান্ডের নরফকে ৮,৬২৩ জন সুস্থ ব্যক্তির উপর গবেষণা চালানো হয়, যাদের মধ্যে পর্যবেক্ষণ চলাকালীন ৫৩৭ জন পরবর্তীতে ডিমেনশিয়ায় আক্রান্ত হন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য এক গবেষণায় দেখা গেছে, দ্রুত বাম-ডানে চোখ ঘোরালে (প্রতি সেকেন্ডে দুইবার) অতীতের স্মৃতি মনে রাখতে সুবিধা হয়, বিশেষ করে ডানহাতি ব্যক্তিদের ক্ষেত্রে। যদিও এই চোখের গতি এখনো ডিমেনশিয়ার নিয়মিত চিকিৎসা বা ডায়াগনসিসে ব্যবহৃত হয় না, কারণ আই-ট্র্যাকিং প্রযুক্তি ব্যয়বহুল এবং পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। তবুও এই গবেষণাগুলি প্রমাণ করে, চোখ আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের রহস্য ফাঁস করতে পারে।