All Rounder Tree: গাছও হয় 'অলরাউন্ডার'! পা থেকে মাথা পর্যন্ত 'চকচক' করবে এটি ব্যবহার করলে, জানুন
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
All Rounder Tree: খুবই সহজলভ্য এই উদ্ভিদ। ব্যবহার করতে জানলেই 'সোনা' পেয়ে যাবেন বিনামূল্যে।
advertisement
advertisement
অ্যালোভেরা গাছের ভেষজ গুণাবলী গুলি সবিস্তারে বললেন বাঁকুড়ার প্রাক্তন মেডিক্যাল অফিসার, আয়ুষ শাখা। ডঃ নির্মল চন্দ্র হাঁসদা জানান, "অ্যালোভেরা গাছের পাতার ভিতরের জেল ত্বক উজ্জ্বল করতে এবং চামড়ার শুষ্কতা দূর করতে সাহায্য করে। এছাড়াও পুড়ে গেলে অ্যালোভেরা জেল লাগালে জ্বালা কমে যায় এবং ফোস্কা পড়ে না। এছাড়াও পাতার ভিতরের জেল খাওয়ায় যায়।"
advertisement
advertisement
advertisement
advertisement









