Boiled Aloo: সেদ্ধ আলুতে পুষ্টি থাকে? কী করতে বলছেন বিশেষজ্ঞরা?
- Published by:Pooja Basu
Last Updated:
তবে প্রতিটা রান্নায় আলুর গন্ধের পাশাপাশি টেক্সচারে একটা চিহ্ন রয়ে যায়। আবার অনেক সময় সেদ্ধ করার সময় আলু ভেঙে যায়।
advertisement
advertisement
আলুর প্রকারভেদ: তবে সবার আগে আলু সম্পর্কে একটা জিনিস বুঝতে হবে সেটা হল, স্টার্চ। বাজারে দু' ধরনের আলু পাওয়া যায়- বেশি স্টার্চযুক্ত এবং কম স্টার্চযুক্ত। যে সব রান্নায় আলুকে ম্যাশ করতে হয় কিংবা স্যুপের মতো ক্রিমযুক্ত পদ রাঁধতে চাইলে যে আলুতে স্টার্চের পরিমাণ বেশি সেগুলিই উপযুক্ত। কম স্টার্চযুক্ত আলু কম সময়ে ভালো সেদ্ধ হয়। এগুলো তরকারি এবং স্যালাডের জন্য দুর্দান্ত।
advertisement
আলু সেদ্ধ করার সময় ভিনিগার কেন দেওয়া হয়: বেশ কিছু বনেদি বাড়ির বাবুর্চি এবং শেফ আলু সেদ্ধ করার সময় ভিনিগার ব্যবহারের পরামর্শ দেন। এর প্রধান কারণ হল, ভিনিগার আলুকে তার প্রকৃত আকৃতি ধরে রাখতে সাহায্য করে। এটা আলুতে একটা পাতলা ক্রাস্ট তৈরি করে। যার ফলে আলুর প্রকৃত আকার বজায় থাকে। ভিনিগার জলের পিএইচ মাত্রাও বাড়িয়ে দেয়। এটা অনেকটা ডিম সেদ্ধ করার সময় জলে সামান্য নুন যোগ করার মতো।
advertisement
advertisement