Electric Bill: এই শীতেও চড় চড় করে বাড়ছে ইলেকট্রিক বিল? ‘এই’ ভুলটা করছেন না তো! এখনই শুধরে নিন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যাঁদের বাড়িতে ফ্রিজ আছে তাঁরা সময়ে সময়ে তা পরিষ্কার করে থাকেন বটে, তবে ছোটখাটো বিষয়ে তেমন একটা খেয়াল দেন না। আসলে, খুব কম মানুষই জানেন যে রেফ্রিজারেটর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং তার সঙ্গে চড় চড় করে বাড়ে আপনার বিদ্যুৎ বিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞেরা পরামর্শ দিয়ে থাকেন যে, ফ্রিজ ও তার পিছনের দেওয়ালের মাঝে কমপক্ষে ২ ইঞ্চি ছাড় রাখা উচিত৷ উপরের কোনও ক্যাবিনেট থাকলে তার থেকে ১ ইঞ্চি এবং উভয় দিকে কোনও আসবাব থাকলে, তাদের থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্ব রাখা উচিত। তবে এটি সাধারণ নিয়ম। প্রতিটি প্রস্তুতকারকের নিজস্ব সুপারিশ রয়েছে যা মডেল অনুসারে দেওয়া হয়। তাই ম্যানুয়াল পড়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
advertisement
