বর্ষায় নানা রোগব্যাধি থেকে নিজেকে সুরক্ষার জন্য যেমন বাড়তি যত্ন দরকার, তেমনি ঘরের আসবাব সুরক্ষিত রাখতেও প্রয়োজন সঠিক যত্ন। কাঠের যম জল! কাজেই বর্ষাকালে বেচারা কাঠের আসবাবপত্রের করুণ অবস্থা হয়! যদিও বা বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করা গেল, কিন্তু ভেজা আবহাওয়াকে দূরে ঠেলবেন কী করে ? কাজেই, বর্ষায় কাঠের আসবাবের যত্ন করতে--
কর্পুর বা ন্যাপথেলিন আদ্রতা শুষে নেয়। কাজেই বর্ষার ক'দিন ফার্নিচারের কোণে কর্পুর বা ন্যাপথেলিন দিয়ে রাখুন। চাইলে সারা বছরও দিতে পারেন। কারণ, শুধু মাত্র আদ্রতে শোষন নয়, কর্পুর, ন্যাপথেলিন পোকামাকড়ের হাত থেকেও আসবাব পত্রকে বাঁচায়। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ন্যাপথেলিন ব্যবহার করবেন না! ন্যাপথেলিন বিষাক্ত! সেক্ষেত্রে নিমপাতা বা বড় এলাচ ব্যবহার করুন।
কাঠের আসবাব ভালো রাখতে বছরে দু-একবার বার্নিশ বা ল্যাকোয়ার-এর পালিশ করান। এতে কাঠের ছিদ্র বন্ধ হয়, আসবাব অনেকদিন পর্যন্ত এক্কেবারে নতুনের মতো থাকে, কাঠ ফুলেও ওঠে না! যেকোনও ধরনের বোর্ডের ফার্নিচার, যেমন পারটেক্সের তৈরি আসবাবপত্র তৈরির সময়ই বোর্ডের কাটা অংশে ভাল করে পুটিং লাগিয়ে নিতে হবে। এতে বাতাস বা পানি জমে ফুলে যাওয়ার আশঙ্কা কম থাকে।