যেখানে বিশ্বজুড়ে মৃত্যুমিছিল, সেখানে আশ্চর্যভাবে এই ১৮টি দেশে থাবা বাসতে পারেনি করোনা

Last Updated:
যেকানে গোটা বিশ্বে করোনার কারণে হাআকার, সেখানে এই ১৮টি দেশে থাবা বসতাএ পারল না মারণ ভাইরাস
1/5
প্রায় গোটা বিশ্বজুড়ে করোনা ত্রাস। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্বের ১৮৫টি দেশ যুদ্ধ করছে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪ হাজারেরও বেশি, আক্রান্ত ১৩ লক্ষ ছাড়িয়েছে।
প্রায় গোটা বিশ্বজুড়ে করোনা ত্রাস। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্বের ১৮৫টি দেশ যুদ্ধ করছে মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪ হাজারেরও বেশি, আক্রান্ত ১৩ লক্ষ ছাড়িয়েছে।
advertisement
2/5
বিশ্বের অধিকাংশ দেশেই তাণ্ডব চালাচ্ছে করোনা। আকার নিয়েছে অতিমারির। কিন্তু অদ্ভুতভাবে এই মারণ ভাইরাস এখনও থাবা বসাতে পারেনি বিশ্বের ১৮টি দেশে। এই ১৮টি দেশকে রাষ্ট্রসংঘ করোনাভাইরাস-মুক্ত দেশ বলে ঘোষণা করেছে। Representative image
বিশ্বের অধিকাংশ দেশেই তাণ্ডব চালাচ্ছে করোনা। আকার নিয়েছে অতিমারির। কিন্তু অদ্ভুতভাবে এই মারণ ভাইরাস এখনও থাবা বসাতে পারেনি বিশ্বের ১৮টি দেশে। এই ১৮টি দেশকে রাষ্ট্রসংঘ করোনাভাইরাস-মুক্ত দেশ বলে ঘোষণা করেছে। Representative image
advertisement
3/5
করোনা-মুক্ত দেশের তালিকায় রয়েছে নাউরু, কিরিবাতি, টুভালুর মত দেশ।
করোনা-মুক্ত দেশের তালিকায় রয়েছে নাউরু, কিরিবাতি, টুভালুর মত দেশ।
advertisement
4/5
কিন্তু কীভাবে তা সম্ভব হল ? গবেষকরা বলছেন, এই দেশগুলো এতটাই ছোট যে বিদেশী পর্যাটক প্রায় ঢোকে না বললেই চলে। কাজেই ঢুকতে পারেনি করোনাও।
কিন্তু কীভাবে তা সম্ভব হল ? গবেষকরা বলছেন, এই দেশগুলো এতটাই ছোট যে বিদেশী পর্যাটক প্রায় ঢোকে না বললেই চলে। কাজেই ঢুকতে পারেনি করোনাও।
advertisement
5/5
 তবে এই তালিকায় থাকা সত্ত্বেও দুটি দেশের বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছে না রাষ্ট্রসংঘ। এর একটি উত্তর কোরিয়া এবং অন্যটি ইয়েমেন।
তবে এই তালিকায় থাকা সত্ত্বেও দুটি দেশের বিষয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছে না রাষ্ট্রসংঘ। এর একটি উত্তর কোরিয়া এবং অন্যটি ইয়েমেন।
advertisement
advertisement
advertisement