রাঙা হল বাগবাজার মণ্ডপ, লাল-সাদা শাড়িতে সিঁদুর খেলায় মেতে মহিলারা, দেখুন ছবি

Last Updated:
এ বার আর করোনার ভয় কাউকে রুখতে পারেনি। তাই মানুষ স্বাভাবিক ছন্দে আনন্দে মেতে উঠেছেন ২০২২-এর পুজোতে। রিল বানানো, ছবি তোলা, সেজেগুজে সিঁদুর মাখানো, দুর্গা বরণের মধ্যে দিয়েই শেষ হল এ বারের পুজো।
1/9
সিঁদুরে রাঙা মেঘ ছেয়ে গিয়েছে বাগবাজারে। বুধবার, দশমীর সকাল ১০টা থেকে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবে মানুষের ঢল। বিকেল পর্যন্ত গড়াল মহিলাদের সিঁদুর খেলা।
সিঁদুরে রাঙা মেঘ ছেয়ে গিয়েছে বাগবাজারে। বুধবার, দশমীর সকাল ১০টা থেকে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবে মানুষের ঢল। বিকেল পর্যন্ত গড়াল মহিলাদের সিঁদুর খেলা।
advertisement
2/9
লাল পেড়ে সাদা শাড়িতে মাথায় ফুল এঁটে সকাল সকাল দুর্গামণ্ডপে পৌঁছে গেলেন মহিলারা। আট থেকে আশি কোলাহলে মুখর উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। ছবি: সিদ্ধার্থ সরকার
লাল পেড়ে সাদা শাড়িতে মাথায় ফুল এঁটে সকাল সকাল দুর্গামণ্ডপে পৌঁছে গেলেন মহিলারা। আট থেকে আশি কোলাহলে মুখর উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
3/9
২০১৮ সালে ১০০ বছর পেরিয়েছে উত্তর কলকাতার গঙ্গাপাড়ের এই পুজো। এবছর ১০৪ তম পুজো। প্রত্যেক বছরই দশমীতে এই পুজো কলকাতার অন্যতম মূল আকর্ষণ হয়ে ওঠে বাঙালিদের কাছে। ছবি: সিদ্ধার্থ সরকার
২০১৮ সালে ১০০ বছর পেরিয়েছে উত্তর কলকাতার গঙ্গাপাড়ের এই পুজো। এবছর ১০৪ তম পুজো। প্রত্যেক বছরই দশমীতে এই পুজো কলকাতার অন্যতম মূল আকর্ষণ হয়ে ওঠে বাঙালিদের কাছে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
4/9
এক চালার সাবেকি প্রতিমাকে বরণ করে, মিষ্টি খাইয়ে সিঁদুর খেলা শুরু হয়েছে এ দিন। সকাল থেকে বাইরে দীর্ঘ লাইন। দুর্গা মাকে বিদায় জানাতে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ।
এক চালার সাবেকি প্রতিমাকে বরণ করে, মিষ্টি খাইয়ে সিঁদুর খেলা শুরু হয়েছে এ দিন। সকাল থেকে বাইরে দীর্ঘ লাইন। দুর্গা মাকে বিদায় জানাতে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ।
advertisement
5/9
চেনা-পরিচিত, অপরিচিত, সকলেই একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিলেন। তার সঙ্গে চলল ছবি তোলার ঢল। ছবি: সিদ্ধার্থ সরকার
চেনা-পরিচিত, অপরিচিত, সকলেই একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিলেন। তার সঙ্গে চলল ছবি তোলার ঢল। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
6/9
করোনাকালে ভিড় এড়াতে ২০২০ সালে এই সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সংক্রমণ এড়াতে বন্ধ ছিল শতক পেরনো বাগবাজারের সিঁদুর খেলার প্রথা৷ ছবি: সিদ্ধার্থ সরকার
করোনাকালে ভিড় এড়াতে ২০২০ সালে এই সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সংক্রমণ এড়াতে বন্ধ ছিল শতক পেরনো বাগবাজারের সিঁদুর খেলার প্রথা৷ ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
7/9
সিঁদুর খেলা বন্ধ হলেও বরণ করেছিলেন মহিলারা। গত বছরও করোনার প্রকোপ নিয়ে আতঙ্কে ছিলেন মানুষ। কিন্তু এ বার আর করোনার ভয় কাউকে রুখতে পারেনি। তাই মানুষ স্বাভাবিক ছন্দে আনন্দে মেতে উঠেছেন ২০২২-এর পুজোতে। ছবি: সিদ্ধার্থ সরকার
সিঁদুর খেলা বন্ধ হলেও বরণ করেছিলেন মহিলারা। গত বছরও করোনার প্রকোপ নিয়ে আতঙ্কে ছিলেন মানুষ। কিন্তু এ বার আর করোনার ভয় কাউকে রুখতে পারেনি। তাই মানুষ স্বাভাবিক ছন্দে আনন্দে মেতে উঠেছেন ২০২২-এর পুজোতে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
8/9
সন্ধ্যায় বিসর্জন শুরু। পাঁচ দিনের আনন্দের পর এ বার বিদায় জানানোর পালা। চারদিকে লাল পেড়ে সাদা শাড়িতে সাবেকিয়ানার ছোঁয়া বাগবাজারে। উৎসবের শেষ দিনেও মানুষের ঢল সেখানে। ছবি: সিদ্ধার্থ সরকার
সন্ধ্যায় বিসর্জন শুরু। পাঁচ দিনের আনন্দের পর এ বার বিদায় জানানোর পালা। চারদিকে লাল পেড়ে সাদা শাড়িতে সাবেকিয়ানার ছোঁয়া বাগবাজারে। উৎসবের শেষ দিনেও মানুষের ঢল সেখানে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
9/9
রিল বানানো, ছবি তোলা, সেজেগুজে সিঁদুর মাখানো, দুর্গা বরণের মধ্যে দিয়েই শেষ হল এ বারের পুজো। আসছে বছর আবার হবে। ছবি: সিদ্ধার্থ সরকার
রিল বানানো, ছবি তোলা, সেজেগুজে সিঁদুর মাখানো, দুর্গা বরণের মধ্যে দিয়েই শেষ হল এ বারের পুজো। আসছে বছর আবার হবে। ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
advertisement
advertisement