শীতেও কি বৃষ্টি হবে, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, জানুন আবহাওয়া আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Weather Update: নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আজ, শনিবার কুড়ির ঘরে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। কলকাতায় সকাল সন্ধ্যা মনোরম পরিবেশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আর কমল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েকদিন ৩১ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আগামী সপ্তাহের শেষের দিকে জেলায় জেলায় শীতের আমেজ বাড়বে। (প্রতিবেদন-বিশ্বজিৎ সাহা)
advertisement
সোম ও মঙ্গলবার দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণপশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
advertisement
সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও। আগামী সপ্তাহের শেষ দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। জলীয় বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়নি। সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন পার্বত্য এলাকায়। সোম মঙ্গলবার এই বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
পার্বত্য এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। জেলায় জেলায় হালকা শীতের আমেজ সকালে ও সন্ধ্যায়। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আমেজ একটু বাড়বে, তাপমাত্রা ক্রমশ কমবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে বেশ কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে।
advertisement
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বা রিটার্ন মনসুন এর প্রভাবে বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও কাছাকাছি এলাকায়। কেরল সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে আন্দামান সাগর পর্যন্ত যেটি তামিলনাডু উপকূলের উপর দিয়ে গিয়েছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়।
advertisement
advertisement
advertisement
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। পরে নিম্নচাপ হয়ে তামিলনাডু ও পন্ডিচেরী উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও। আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।