Weather Update: কেন বার বার থমকে যাচ্ছে বর্ষা! দক্ষিণবঙ্গে বর্ষাকাল কবে থেকে, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Uddalak B
Last Updated:
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, আপাতত তিন-চারদিন মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি নেই দক্ষিণে। ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার লেট মনসুনের প্রবল সম্ভাবনা। আগামী বুধ বৃহস্পতিবার এর আগে মৌসুমী বায়ু ঢুকার সম্ভাবনা কম।
advertisement
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি হবে ১৫ জুন থেকে।
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে পশ্চিমের জেলা বাঁকুড়া-পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা-সহ বাকি জেলায় অল্টারনেটিভ-ডে তে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সেই সম্ভাবনাও তুলনামূলকভাবে অনেকটা কম। দক্ষিণবঙ্গে একই তাপমাত্রা থাকবে, আর্দ্রতা জনিত অস্বস্তিও।
advertisement
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮.২ মিলিমিটার।
advertisement