West Bengal Weather Update: নিম্নচাপ ঘণীভূত হয়ে ফের ঘূর্ণাবর্ত? সম্ভবনার কথা শোনাল মৌসম ভবন, বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গী বৃষ্টি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: নিম্নচাপ ইতিমধ্যেই ঘণীভূত হয়েছে ,এবার তা ফের একবার ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত হতে চলার আশঙ্কা করছে মৌসম ভবন৷
#কলকাতা: নিম্নচাপ ইতিমধ্যেই ঘণীভূত হয়েছে ,এবার তা ফের একবার ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত হতে চলার আশঙ্কা করছে মৌসম ভবন৷ সাম্প্রতিক ওয়েদার আপেডেটে (Weather Update) জানা যাচ্ছে ফের একবার পশ্চিমবঙ্গে বৃষ্টি (Rain) হবে যার জেরে ফের একবার থমকে যাবে শীত৷ পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে (West Bengal Weather Update) তাই এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা দেখা যাচ্ছে না৷ Photo Courtesy- IMD/Satellite Picture
advertisement
ওয়েদার আপডেটে (Weather Update) বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ফের বৃষ্টি (Rain) হবে৷ পাশাপাশি ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ Photo -Representative
advertisement
মৌসম ভবনের জারি করা ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ি আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমের দিকে এগোবে৷ ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বেরের মধ্যে এই নিম্নচাপের জেরে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়বে৷ এখানেই ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তিবৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ Photo -Representative
advertisement
চেন্নাইতে ২৭ নভেম্বরেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে৷ ১০ সেমি বৃষ্টি হয়েছে৷ পশ্চিমবঙ্গের ওয়েদার আপেডেটে (West Bengal Weather Update) জানানো হয়েছে আগামী মাসের এক তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বাংলায়। এখনও তেমন শীত না পড়লেও এবার বাংলায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে হুহু তাপমাত্রার পারদ এখনই নামবে না৷ কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গেও এই নিম্নচাপের জেরে বৃষ্টি হবেই মনে করছে আবহাওয়া দফতর৷ Photo -Representative