ডিসেম্বরের শীতলতম দিন আজ, তবে কাল থেকেই আবহাওয়ার বিপুল বদলের পূর্বাভাস হাওয়া অফিসের!
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেই উপকূলের কাছাকাছি এটি শক্তি হারিয়ে ফের আজ সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে শীতের আমেজ। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় মান্দাস প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় মান্দাস আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। সাধারণ ঘূর্ণিঝড় থেকে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেই উপকূলের কাছাকাছি এটি শক্তি হারিয়ে ফের আজ সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ মাঝরাতে অথবা আগামিকাল সকালে এটি পন্ডিচেরি ও তামিলনাড়ুর শ্রী হরিকোটার মাঝামাঝি মহাবলিপুরমের উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় ৬৫ থেকে ৭৫ সর্বোচ্চ ৮৫ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আজ সকালে এটি চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দূরত্বে এবং কড়াইকাল থেকে ২৪০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এর ফলে প্রভাব পড়ছে তামিলনাড়ুতে সবথেকে বেশি। কিছুটা পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (তথ্য- বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement
