Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

Last Updated:
সপ্তমীতেও আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে সঙ্গে ছাতা সঙ্গে রাখা ভাল। কারণ, স্থানীয় মেঘ থেকে দু’-এক পশলা বৃষ্টি হতেই পারে।
1/7
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন। নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদলের সম্ভাবনা। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১ এবং ২ অক্টোবর। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (AI Image)
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন। নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি হবে। নবমীর রাতেই হাওয়া বদলের সম্ভাবনা। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ১ এবং ২ অক্টোবর। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (AI Image)
advertisement
2/7
আকাশ রোদ ঝলমলেই ছিল ষষ্ঠীতে। পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি কলকাতায়। জেলায় দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও আকাশ মোটের উপর পরিষ্কারই ছিল। সপ্তমীতেও আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে সঙ্গে ছাতা সঙ্গে রাখা ভাল। কারণ, স্থানীয় মেঘ থেকে দু’-এক পশলা বৃষ্টি হতেই পারে। তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার পূর্বাভাস নেই। নবমীতে ফের নিম্নচাপের আশঙ্কায় হাওয়া বদল। ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী একাদশীতে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলির পুজোমণ্ডপে। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি। শনিবার থেকে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে ৷
আকাশ রোদ ঝলমলেই ছিল ষষ্ঠীতে। পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি কলকাতায়। জেলায় দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও আকাশ মোটের উপর পরিষ্কারই ছিল। সপ্তমীতেও আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে সঙ্গে ছাতা সঙ্গে রাখা ভাল। কারণ, স্থানীয় মেঘ থেকে দু’-এক পশলা বৃষ্টি হতেই পারে। তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার পূর্বাভাস নেই। নবমীতে ফের নিম্নচাপের আশঙ্কায় হাওয়া বদল। ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী একাদশীতে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলির পুজোমণ্ডপে। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি। শনিবার থেকে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে ৷
advertisement
3/7
আজ, সোমবার মহাসপ্তমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই অষ্টমী পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আজ, সোমবার মহাসপ্তমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই অষ্টমী পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
4/7
সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দশমীর দিনও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা।
সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দশমীর দিনও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীর দিন ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা।
advertisement
5/7
উত্তরবঙ্গে আজ, সোমবার সপ্তমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্থানীয়ভাবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উপরের পার্বত্য পাঁচ জেলাতে একাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি বৃহস্পতিবার দশমীতে কয়েক জেলায়। একাদশীতে শুক্রবার দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলার কিছু এলাকায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে শনিবার দ্বাদশীর দিনও।
উত্তরবঙ্গে আজ, সোমবার সপ্তমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্থানীয়ভাবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দশমী এবং একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উপরের পার্বত্য পাঁচ জেলাতে একাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি বৃহস্পতিবার দশমীতে কয়েক জেলায়। একাদশীতে শুক্রবার দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলার কিছু এলাকায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে শনিবার দ্বাদশীর দিনও।
advertisement
6/7
কলকাতায় সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কমবে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে সামান্য সময়ের জন্য। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে সোমবার। আজ, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে এবং একইসঙ্গে অস্বস্তিও চরমে উঠবে।
কলকাতায় সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কমবে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে সামান্য সময়ের জন্য। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে সোমবার। আজ, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে এবং একইসঙ্গে অস্বস্তিও চরমে উঠবে।
advertisement
7/7
নবমীর রাতের পর আবহাওয়ার পরিবর্তন এবং মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে।
নবমীর রাতের পর আবহাওয়ার পরিবর্তন এবং মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার কার্নিভালের দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে।
advertisement
advertisement
advertisement