West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়, ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাসে ফের আশঙ্কা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে।
#কলকাতা: বাংলায় আরও কমল তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতা সহ বাংলার বাকি অংশ শীত শীত অনুভূতি তৈরি হয়ে গিয়েছে। কবে জাঁকিয়ে শীত পড়বে, সেই অপেক্ষায় বাঙালি। কিন্তু এরই মধ্যে দুশ্চিন্তার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
হাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
সোমবারই সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে উপগ্রহ চিত্র মারফৎ জানা গিয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েও বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতরের। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে।
advertisement
কিন্তু কবে থেকে জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কাঁটা কেটে গেলেই জাঁকিয়ে পড়বে শীত। ইতিমধ্যেই তাপমাত্রা ক্রমান্বয়ে নামতে শুরু করেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ শক্তি বাড়াতে শুরু করতে পারে। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে।
advertisement