আজ থেকে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের তিন জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। মেঘলা আকাশ বাড়বে রাতের তাপমাত্রা। আজ কলকাতায় সকালে কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কাল পুরোপুরি মেঘলা আকাশ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তিন দিন বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ। বেশির ভাগ জেলাতেই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম । শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। শনিবারেও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে।
উত্তর বঙ্গের দার্জিলিং কালিম্পংএ আজ ও হালকা বৃষ্টির পূর্বাভাস। ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আজ হালকা বৃষ্টি হলেও কাল থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মেঘলা আকাশ ও বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কোথাও কোথাও কমতে পারে। নতুন করে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার ও সোমবার। যে ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রয়েছে সেটি ক্রমশ এগিয়ে পূর্বদিকে সরবে শুক্রবার। বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। রয়েছে পাঞ্জাব ও রাজস্থান এর উপর আরও একটি ঘূর্ণাবর্ত।
এর জেরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে। আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি , উত্তরপ্রদেশ রাজস্থানে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে অনুমান। মধ্য ভারতের পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্র ও শনিবার বৃষ্টির পূর্বাভাস। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন। মার্চ মাসের প্রথম দুদিন তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন এলাকায়।