ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আগামী ১-২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।