West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাড়হিম করতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! আবহাওয়ার সতর্কতা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: রবিবার জেলায় জেলায় শুরু হয়ে যায় ব্যাপক ঝড়বৃষ্টি। এরমধ্যে কার্যত গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গে বর্ষা পা রেখেছে শনিবার। তারইমধ্যে আজ রবিবার জেলায় জেলায় শুরু হয়ে যায় ব্যাপক ঝড়বৃষ্টি। এরমধ্যে কার্যত গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের।
advertisement
আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আগামী ১-২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
রাত বাড়তেই রবিবার কালো মেঘে ঢেকে যায় কলকাতা ও সংলগ্ন জেলগুলির আকাশ৷ শুরু হয় মুষলধারে বৃষ্টি৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট৷
advertisement
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ইতিমধ্যে বর্ষা পৌঁছে গিয়েছে। তার জেরে সোমবার (২০ জুন) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
advertisement
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
advertisement
এছাড়াও সোমবার কয়েকটি জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস আছে।
advertisement
সোমবারের পরে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়ার ফোরকাস্ট।
advertisement