West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি ! উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়-বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1/5
আজ, রবিবার উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Photo: AI Generated Image)
আজ, রবিবার উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়া। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Photo: AI Generated Image)
advertisement
2/5
আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়-বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়-বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/5
সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নদীর জলস্থল বাড়বে এবং মিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ, রবিবার মূলত মেঘলা আকাশ ভারী বৃষ্টি উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার সারাদিনে কয়েক পশলা হতে পারে। তবে অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নদীর জলস্থল বাড়বে এবং মিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ, রবিবার মূলত মেঘলা আকাশ ভারী বৃষ্টি উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ, রবিবার সারাদিনে কয়েক পশলা হতে পারে। তবে অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/5
কার্নিভালে কেমন থাকবে আবহাওয়া? মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রাতে বৃষ্টি হওয়ায় দুপুর এবং সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ, রবিবার মূলত মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরে অথবা সন্ধ্য্যায় দু-এক পশলা স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।
কার্নিভালে কেমন থাকবে আবহাওয়া? মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রাতে বৃষ্টি হওয়ায় দুপুর এবং সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ, রবিবার মূলত মেঘলা আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরে অথবা সন্ধ্য্যায় দু-এক পশলা স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।
advertisement
5/5
তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে এবং দু-এক পশলার সম্ভাবনা থাকবে। কলকাতায় আজ, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭০.৭ মিলিমিটার।
তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে এবং দু-এক পশলার সম্ভাবনা থাকবে। কলকাতায় আজ, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭০.৭ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement