West Bengal Weather Update: আজও স্বাভাবিকের নীচেই পারদ, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Weather Forecast: সামান্য বাড়লেও আজ, সোমবারও স্বাভাবিকের নীচেই পারদ ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস ৷
সামান্য বাড়লেও আজ, সোমবারও স্বাভাবিকের নিচেই পারদ ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস ৷ Representative Image
advertisement
আজ, সোমবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল, মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি সামান্য হলেও বাড়বে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি কমবে বৃহস্পতিবার। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। Representative Image
advertisement
দক্ষিণবঙ্গে আজ ও কাল, মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। Representative Image
advertisement
আজ, সোমবার ঘন কুয়াশার দাপট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। একইভাবে মঙ্গলবারও ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। Representative Image
advertisement
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তিন-চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। Representative Image