West Bengal Weather Update: রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
West Bengal Weather Update: নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী। এর ফলে ভারী বৃষ্টির আশঙ্কা কমলো বাংলায়।
1/5
নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী। এর ফলে ভারী বৃষ্টির আশঙ্কা কমলো বাংলায়। মৎস্যজীবীদের আজ, মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার বিদায় পর্ব শুরু হবে দেশে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে ওড়িশাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়ে। Story: Biswajit Saha
নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী। এর ফলে ভারী বৃষ্টির আশঙ্কা কমলো বাংলায়। মৎস্যজীবীদের আজ, মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার বিদায় পর্ব শুরু হবে দেশে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে ওড়িশাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়ে। Story: Biswajit Saha
advertisement
2/5
কলকাতায় আজ মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিলিমিটার।
কলকাতায় আজ মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৮ মিলিমিটার।
advertisement
3/5
 আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি হবে । নিম্নচাপের প্রভাবে আজ ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলা গুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সেভাবে কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি হবে । নিম্নচাপের প্রভাবে আজ ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলা গুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সেভাবে কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
4/5
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- ওপরের দিকের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বৃহস্পতিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্ষার বিদায় পর্ব শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। রাজস্থান, কচ্ছ, পঞ্জাব, চন্ডিগড় এবং হরিয়ানা থেকে আগামী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে যেতে পারে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- ওপরের দিকের এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বৃহস্পতিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্ষার বিদায় পর্ব শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। রাজস্থান, কচ্ছ, পঞ্জাব, চন্ডিগড় এবং হরিয়ানা থেকে আগামী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে যেতে পারে।
advertisement
5/5
 আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা ও রাজধানী দিল্লিতে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষার বিদায় পর্বের অনুকূল পরিস্থিতি। তবে বাংলায় আপাতত থাকছে বর্ষা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়। এ বছরেও স্বাভাবিক সময়েই বর্ষার বিদায় পর্ব শুরু হবে বাংলাতে ৷ এমনটাই সম্ভাবনা আবহাওয়াবিদদের মতে। তাই আপাতত দুর্গোপুজোর মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থাকছে এই বাংলায়।
আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থান, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা ও রাজধানী দিল্লিতে। উত্তর-পশ্চিম ভারতে বর্ষার বিদায় পর্বের অনুকূল পরিস্থিতি। তবে বাংলায় আপাতত থাকছে বর্ষা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়। এ বছরেও স্বাভাবিক সময়েই বর্ষার বিদায় পর্ব শুরু হবে বাংলাতে ৷ এমনটাই সম্ভাবনা আবহাওয়াবিদদের মতে। তাই আপাতত দুর্গোপুজোর মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থাকছে এই বাংলায়।
advertisement
advertisement
advertisement