Home » Photo » kolkata » West Bengal Today's Latest Weather Update|| রাজ্যের ওপরে জোড়া নিম্নচাপ! ফের বৃষ্টি বাংলায়? কোন কোন জেলায় বৃষ্টি হবে? জানুন...
West Bengal Today's Latest Weather Update|| রাজ্যের ওপরে জোড়া নিম্নচাপ! ফের বৃষ্টি বাংলায়? কোন কোন জেলায় বৃষ্টি হবে? জানুন...
West Bengal Today's Latest Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
*বাংলার ওপরে অবস্থান করছে জোড়া নিম্নচাপ। তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে। আর একটি রয়েছে নিম্ন গাঙ্গেয় সমভূমির ওপরে। প্রতীকী ছবি।
2/ 10
*দুটি নিম্নচাপের আকর্ষণে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে। তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই খানিক স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
3/ 10
*বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার দিনভোর রাজ্যের ১২ জেলায় বৃষ্টির কথা থাকলেও (West Bengal Weather Update), বৃষ্টি হয়নি। প্রতীকী ছবি।
4/ 10
*রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। তবে আগামী ৫ দিন দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক তেমনই দিনের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। প্রতীকী ছবি।
5/ 10
*হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। প্রতীকী ছবি।
6/ 10
*ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় ও সংলগ্ন অঞ্চলে। আগামী ২৪ ঘণ্টায় না হলেও কয়েকদিনের মধ্যে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রতীকী ছবি।
7/ 10
*দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। প্রতীকী ছবি।
8/ 10
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতীকী ছবি।
9/ 10
*বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৪° সেলসিয়াস বেশিই। প্রতীকী ছবি।
10/ 10
*আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে অত্যাধিক গরমের সতর্কতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়তে পারে পারে ২-৪ ডিগ্রি। প্রতীকী ছবি।