West Bengal Weather Forecast|| দুর্গাপুজোর পর থেকে বৃষ্টির বিরাম নেই! আগামী ৪৮ ঘণ্টাতেও কি একই পরিস্থিতি? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Latest Weather Forecast : দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update)। জেলায় জেলায় শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে।
*দিকে দিকে ফুটেছে পলাশ। গাছে গাছে ধরেছে আমের মুকুল। শোনা যাচ্ছে ককিলের ডাক। ঝরা পাতায় খসখস শব্দ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। দুর্গাপুজোর পরর থেকে এখনও পর্যন্ত বৃষ্টি যেভাবে মানুষকে নাস্তানাবুদ করেছে, তাতে বসন্তেও যে তা বজায় থাকবে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত সকলেই। তবে আপাতত কয়েকদিনের জন্যপ স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
advertisement
*দার্জিলিং,কালিম্পংয়ে হালকা বৃষ্টি। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা (West Bengal Weather Update)। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় কোন পরিবর্তন নেই। তাপমাত্রা আগামী চার পাঁচ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় লাদাখ মুজাফফরাবাদ জম্মু-কাশ্মীর এবং হিমাচল উত্তরাখণ্ডে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থানের একাংশে। ফের রবি ও সোমবার এ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে। প্রতীকী ছবি।
advertisement








