Weather Update: ভাসবে উত্তর থেকে দক্ষিণ, আগামী দুদিনের জন্য সতর্কতা জারি করল হাওয়া অফিস...
- Published by:Arka Deb
Last Updated:
Weather Update: অসম-মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতিবৃষ্টির সর্তকতা শনিবার পর্যন্ত।
advertisement
মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর দক্ষিণ অক্ষরেখা ঝাড়খন্ড ও ওড়িশা হয়ে অন্ধ্র প্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত।এই ত্রিফলার প্রভাবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহু জায়গায়।
advertisement
আজ ১২ অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দুএক জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারে।
advertisement
১৩ অগস্ট শুক্রবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকবে। ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কয়েক জায়গায়। ১০০ মিলি মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু অংশে।
advertisement
১৪ আগস্ট শনিবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকবে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বেশিরভাগ জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা থাকবে।
advertisement
১৫অগাস্ট রবিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দু'এক জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।
advertisement
আগামী ৭২ ঘন্টায় আসাম মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে অরুণাচল প্রদেশেও। মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সর্তকতা। শুক্রবার পর্যন্ত অতি বর্ষণের সর্তকতা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বিহার ঝাড়খন্ড এবং ওড়িশাতেও। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে ওড়িশা, অন্ধ্র প্রদেশ উপকূল ও তেলেঙ্গানা এবং মধ্যভারতের বিদর্ভ ও ছত্রিশগড়ে।









