Weather Update: কাল থেকে বদলে যাবে কলকাতার আবহাওয়া, ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত
- Published by:Debalina Datta
Last Updated:
উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ...
advertisement
মৌসুমী অক্ষরেখা গোরখপুর থেকে পূর্বে সরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। উত্তরে রাজস্থান এবং দক্ষিণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।শুক্রবার নাগাদ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। Photo- File
advertisement
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। Photo- File
advertisement
উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মালদাতে।কাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শুক্রবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়।শনিবারে দার্জিলিং জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সর্তকতা নেই। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।Photo- File
advertisement
দক্ষিণবঙ্গে গরম বাড়ছে, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আকাশ আংশিক মেঘলা থাকবে।বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিমের বেশকিছু জেলাতে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। Photo- File
advertisement
শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর-পূর্ব ভারতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় অসমে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু উপকূলে। কাল থেকে বৃষ্টি বাড়বে এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়। Input- Biswajit Saha








