Dooars Tourism: ঠিক যেন ডুয়ার্স! শীতে বেড়ানোর ঠিকানা হতেই পারে দক্ষিণবঙ্গের 'এই' স্টেশন, একবেলা সময় পেলে ঘুরে আসুন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Tourism: দক্ষিণবঙ্গে ডুয়ার্সের অনুভূতি! কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ডুয়ার্সের প্রকৃতি। নিরিবিলি সবুজে ঘেরা একটি স্থান। ডুয়ার্স থেকে অনেকটা দূর হলেও এই শীতের প্রকৃতি ডুয়ার্স অনুভূতি এনে দেয় এখানে।
*এই শীতে দক্ষিণবঙ্গে ডুয়ার্সের অনুভূতি! কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ডুয়ার্সের প্রকৃতি। নিরিবিলি সবুজে ঘেরা একটি স্থান। ডুয়ার্স থেকে অনেকটা দূর হলেও এই শীতের প্রকৃতি ডুয়ার্স অনুভূতি এনে দেয় এখানে। তাই দক্ষিণবঙ্গে ডুয়ার্সের স্বাদ পেতে মানুষ ছুটি আসছে হাওড়া আমতা শাখার এই স্টেশনে।
advertisement
advertisement
*এবার জাঁকিয়ে শীত, আর এই শীতে ডুয়ার্সের অনুভূতি পেতে হাওড়ার ঝালুয়ারবেড়। নিঝুম একটি রেলস্টেশন, যেখানে সারাদিনে দু-একবার ট্রেন এসে দাঁড়ায়। সেভাবে যাত্রীর আনাগোনাও থাকে না। প্রকৃতির কোলে অন্য এক অভিজ্ঞতা। এক গাছ থেকে অন্য গাছে এ-ডাল, ও-ডাল করছে পাখির দল, বনফুলে গাছে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতির দল।
advertisement
advertisement
*কলকাতা থেকে মাত্র কলকাতা থেকে মাত্র এক ঘণ্টা দূরত্ব। হাওড়া আমতা রোডের কাছেই। হাওড়া ডোমজুড় ব্লকের অন্তর্গত হাওড়া-আমতা শাখার রেলের ঝালুয়ারবেড় রেলস্টেশন। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে মানুষ হাজির হচ্ছে এখানে। গত কয়েক বছর ঝালুয়ারবেড় রেলস্টেশন উত্তরবঙ্গের ডুয়ার্স নামে পরিচিতি পেয়েছে।








