Dooars Tourism: ঠিক ‌যেন ডুয়ার্স! শীতে বেড়ানোর ঠিকানা হতেই পারে দক্ষিণবঙ্গের 'এই' স্টেশন, একবেলা সময় পেলে ঘুরে আসুন

Last Updated:
Dooars Tourism: দক্ষিণবঙ্গে ডুয়ার্সের অনুভূতি! কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ডুয়ার্সের প্রকৃতি। নিরিবিলি সবুজে ঘেরা একটি স্থান। ডুয়ার্স থেকে অনেকটা দূর হলেও এই শীতের প্রকৃতি ডুয়ার্স অনুভূতি এনে দেয় এখানে।
1/5
*এই শীতে দক্ষিণবঙ্গে ডুয়ার্সের অনুভূতি! কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ডুয়ার্সের প্রকৃতি। নিরিবিলি সবুজে ঘেরা একটি স্থান। ডুয়ার্স থেকে অনেকটা দূর হলেও এই শীতের প্রকৃতি ডুয়ার্স অনুভূতি এনে দেয় এখানে। তাই দক্ষিণবঙ্গে ডুয়ার্সের স্বাদ পেতে মানুষ ছুটি আসছে হাওড়া আমতা শাখার এই স্টেশনে।
*এই শীতে দক্ষিণবঙ্গে ডুয়ার্সের অনুভূতি! কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ডুয়ার্সের প্রকৃতি। নিরিবিলি সবুজে ঘেরা একটি স্থান। ডুয়ার্স থেকে অনেকটা দূর হলেও এই শীতের প্রকৃতি ডুয়ার্স অনুভূতি এনে দেয় এখানে। তাই দক্ষিণবঙ্গে ডুয়ার্সের স্বাদ পেতে মানুষ ছুটি আসছে হাওড়া আমতা শাখার এই স্টেশনে।
advertisement
2/5
*শহরের কোলে নিরিবিলি প্রকৃতি মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে। সবুজ প্রকৃতি ও পাখিদের কলরব নিস্তব্ধতা আরও বেশি করে মনকে তৃপ্তি যোগায়। এই স্থান কলকাতা'র খুব কাছেই। সবুজের চাদরে মোড়া ছোট বড় নানা গাছের জঙ্গল প্রকৃতি। হাওড়ার এই স্থানে পৌঁছলে মনে পড়বে ডুয়ার্সের স্মৃতি।
*শহরের কোলে নিরিবিলি প্রকৃতি মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে। সবুজ প্রকৃতি ও পাখিদের কলরব নিস্তব্ধতা আরও বেশি করে মনকে তৃপ্তি যোগায়। এই স্থান কলকাতা'র খুব কাছেই। সবুজের চাদরে মোড়া ছোট বড় নানা গাছের জঙ্গল প্রকৃতি। হাওড়ার এই স্থানে পৌঁছলে মনে পড়বে ডুয়ার্সের স্মৃতি।
advertisement
3/5
*এবার জাঁকিয়ে শীত, আর এই শীতে ডুয়ার্সের অনুভূতি পেতে হাওড়ার ঝালুয়ারবেড়। নিঝুম একটি রেলস্টেশন, যেখানে সারাদিনে দু-একবার ট্রেন এসে দাঁড়ায়। সেভাবে যাত্রীর আনাগোনাও থাকে না। প্রকৃতির কোলে অন্য এক অভিজ্ঞতা। এক গাছ থেকে অন্য গাছে এ-ডাল, ও-ডাল করছে পাখির দল, বনফুলে গাছে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতির দল।
*এবার জাঁকিয়ে শীত, আর এই শীতে ডুয়ার্সের অনুভূতি পেতে হাওড়ার ঝালুয়ারবেড়। নিঝুম একটি রেলস্টেশন, যেখানে সারাদিনে দু-একবার ট্রেন এসে দাঁড়ায়। সেভাবে যাত্রীর আনাগোনাও থাকে না। প্রকৃতির কোলে অন্য এক অভিজ্ঞতা। এক গাছ থেকে অন্য গাছে এ-ডাল, ও-ডাল করছে পাখির দল, বনফুলে গাছে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতির দল।
advertisement
4/5
*এখানে পাহাড় নেই, হাতিও নেই। তবুও মানুষ এখানে শীতের শুরু থেকেই ভিড় জমায়। এখানে মেলে শীতের প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। আর এই সৌন্দর্য মিলিয়ে দেয়, বাংলা'র উত্তরের-দক্ষিণ। সবুজ ঘেরা প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে তাঁর রূপ। যত জাঁকিয়ে শীত পড়ছে এখানে আসার আগ্রহ আরও বাড়ছে।
*এখানে পাহাড় নেই, হাতিও নেই। তবুও মানুষ এখানে শীতের শুরু থেকেই ভিড় জমায়। এখানে মেলে শীতের প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। আর এই সৌন্দর্য মিলিয়ে দেয়, বাংলা'র উত্তরের-দক্ষিণ। সবুজ ঘেরা প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়েছে তাঁর রূপ। যত জাঁকিয়ে শীত পড়ছে এখানে আসার আগ্রহ আরও বাড়ছে।
advertisement
5/5
*কলকাতা থেকে মাত্র কলকাতা থেকে মাত্র এক ঘণ্টা দূরত্ব। হাওড়া আমতা রোডের কাছেই। হাওড়া ডোমজুড় ব্লকের অন্তর্গত হাওড়া-আমতা শাখার রেলের ঝালুয়ারবেড় রেলস্টেশন। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে মানুষ হাজির হচ্ছে এখানে। গত কয়েক বছর ঝালুয়ারবেড় রেলস্টেশন উত্তরবঙ্গের ডুয়ার্স নামে পরিচিতি পেয়েছে।
*কলকাতা থেকে মাত্র কলকাতা থেকে মাত্র এক ঘণ্টা দূরত্ব। হাওড়া আমতা রোডের কাছেই। হাওড়া ডোমজুড় ব্লকের অন্তর্গত হাওড়া-আমতা শাখার রেলের ঝালুয়ারবেড় রেলস্টেশন। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলে দলে মানুষ হাজির হচ্ছে এখানে। গত কয়েক বছর ঝালুয়ারবেড় রেলস্টেশন উত্তরবঙ্গের ডুয়ার্স নামে পরিচিতি পেয়েছে।
advertisement
advertisement
advertisement