Earn Money: আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে মালমাল, পথ দেখাচ্ছে দক্ষিণের এই জেলা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Earn Money: আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে লাভ
উত্তর ২৪ পরগনা: আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে লাভবান বসিরহাটের চাষীরা। আগেকার মাছচাষের পদ্ধতি বদলে এখন আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন বসিরহাটের মৎস্যচাষীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাছের ভেড়িতে যুক্ত হয়েছে নতুন যন্ত্র ও কৌশল, যার ফলে উৎপাদন যেমন বাড়ছে, তেমনই কমছে ক্ষতির আশঙ্কা। বর্তমানে ভেড়ির জলে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের হুইল বা এরেটর। এই যন্ত্রটি জলের উপর ঘুরে জলে বাতাস মিশিয়ে দেয়, ফলে অক্সিজেনের ঘাটতি দূর হয়। বিশেষ করে গরমকালে বা অতিরিক্ত ঘন চাষের সময় এই পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে জানাচ্ছেন চাষীরা।
অক্সিজেনের পর্যাপ্ততা থাকায় মাছ ও চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হচ্ছে। রোগের প্রকোপ কমছে, মৃত্যুহারও অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে। এর ফলে উৎপাদন খরচ তুলনামূলক কমে আসছে এবং লাভের অঙ্ক বাড়ছে।

advertisement
advertisement
আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে লাভবান বসিরহাটের চাষীরা।
এই আধুনিক পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন ভেনামি চিংড়ি চাষীরা। ভেনামি চিংড়ি অক্সিজেন-নির্ভর হওয়ায় জলের গুণমান ঠিক রাখা অত্যন্ত জরুরি। এরেটর ব্যবহারের ফলে ভেনামি চিংড়ির বৃদ্ধি দ্রুত হচ্ছে এবং বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।
advertisement
বসিরহাটের একাধিক চাষীর দাবি, আগে যেখানে লোকসানের আশঙ্কা ছিল, এখন সেখানে নিশ্চিত আয়ের পথ খুলেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে চাষে আত্মবিশ্বাস বেড়েছে এবং নতুন প্রজন্মও এই পেশার প্রতি আগ্রহী হয়ে উঠছে। সব মিলিয়ে বলা যায়, মাছের ভেড়িতে আধুনিক অক্সিজেন বাড়ানোর প্রযুক্তি বসিরহাট অঞ্চলের মৎস্যচাষে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আগামী দিনে এই পদ্ধতি আরও বিস্তৃত হলে এলাকার অর্থনীতিতেও তার সুস্পষ্ট প্রভাব পড়বে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 3:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: আধুনিক প্রযুক্তিতে মাছের ভেড়িতে নতুন দিগন্ত, ভেনামি চিংড়ি চাষে মালমাল, পথ দেখাচ্ছে দক্ষিণের এই জেলা







