Asim Munir's Daughter's Wedding: ‘ভাইপো’-র সঙ্গে মেয়ের বিয়ে দিলেন পাক সেনা প্রধান, চিনে নিন আসিম মুনিরের জামাইকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Asim Munir's Daughter's Wedding: আসিম মুনির তাঁর মেয়ের বিয়ে সেনা অফিসার ভাইপোর সঙ্গে দেন; সংযুক্ত আরব আমিরশাহি প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত
কলকাতা: আসিম মুনির তাঁর মেয়ের বিয়ে তাঁর ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে দেন। বিয়েটা সম্প্রতি রাওয়ালপিন্ডিতে ২৬ ডিসেম্বর হয়। পাকিস্তান সামরিক প্রধান ফিল্ড মার্শাল (Pakistan Army Chief Field Marshal) আসিম মুনির সম্প্রতি তাঁর তৃতীয় মেয়ের বিয়ে নিজের পরিবারের মধ্যেই দিলেন৷ মুনির তাঁর মেয়ে মাহনূরকে তাঁর ভাইপো ক্যাপ্টেন আব্দুল রহমানের সঙ্গে বিয়ে দিলেন৷
advertisement
আসিম মুনির তাঁর মেয়ের বিয়ে তাঁর ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে দেওয়াটা পাকিস্তান সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে কমিউনিটি সংহতি বাড়ানোর ইচ্ছাকৃত চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। আসিম মুনির তাঁর মেয়ের বিয়ে তাঁর ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে দেন। বিয়েটা সম্প্রতি রাওয়ালপিন্ডিতে ২৬ ডিসেম্বর হয়। যেহেতু এটা ব্যক্তিগত অনুষ্ঠান ছিল, কোনও ছবি প্রকাশ্যে আসেনি৷
advertisement
advertisement
বিয়ের অনুষ্ঠান কোনো বড় হোটেল বা বিয়ে বাড়িতে হয়নি, বরং Field Marshal আসিম মুনিরের বাড়িতেই হয়েছে, যা GHQ-র কাছে অবস্থিত। বিশেষভাবে, যদিও এটা ব্যক্তিগত অনুষ্ঠান ছিল এবং খুব কম অতিথি ছিলেন৷ অল্প নিমন্ত্রিত এই বিয়ে বাড়িতে সংযুক্ত আরব আমিরশাহি প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়াদ আল নাহয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ডেপুটি প্রাইম মিনিস্টার ইশক দার, আইএসআই প্রধান এবং পাকিস্তান প্রধানের অন্যান্য শীর্ষ জেনারেলরা উপস্থিত ছিলেন।
advertisement
এদিকে, Indian intelligence সূত্র জানাচ্ছে, রাওয়ালপিন্ডিতে সেনা নিয়ন্ত্রিত জায়গায় প্রতিটি অনুষ্ঠান আয়োজন GHQ-র রক্তের সম্পর্কের বিশ্বাসযোগ্যতা আনুষ্ঠানিক করার ইঙ্গিত দিচ্ছে৷ বিশেষভাবে, এটা এমন সময়ে হচ্ছে যখন পাকিস্তান দেশের ভিতরে মতবিরোধ, অর্থনৈতিক চাপ এবং সেনাবাহিনীর রাজনৈতিক আধিপত্য সমালোচনার মুখে পড়েছে।
advertisement
পাকিস্তানের পুরো বেসামরিক নেতৃত্ব, যেমন আসিফ আলি জারদারি, শেহবাজ শরিফ, এবং ইশক দার , আইএসআই প্রধানের সঙ্গে বিয়েতে উপস্থিত থাকা থেকে বোঝা যাচ্ছে, আসল ক্ষমতা এখনও ইউনিফর্ম পরা নেতৃত্বের হাতেই আছে। এদিকে ভারতীয় সংস্থাগুলি এটা দেশের প্রতিদ্বন্দ্বীদের জন্য বার্তা হিসেবে দেখছে যে, রাজনৈতিক শ্রেণী এখনও GHQ-র অধীনেই আছে।
advertisement







