দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সম্ভাবনা আরও বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৪০ কিলোমিটার ঘণ্টায় প্রতি গতি বেগে দমকা ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর বৃষ্টির সম্ভাবনা কমবে। পার্বত্য এলাকার জেলাগুলি ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড় হাওয়া হইতে পারে। আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে৷ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। গত কাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি নীচে। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সারা দেশে কোথাও আগামী পাঁচদিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনের তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কিন্তু পরবর্তী কয়েক দিনের দু থেকে তিনটি তাপমাত্রা আবার কমে যাবে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
কচ্ছ এবং কেরলে অস্বস্তিকর আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল এবং মাহেতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হবে ওড়িশা মধ্যপ্রদেশ এবং বিদর্ভে।
শুক্র ও শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডে। বৃহস্পতিবার থেকে শনি রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড় সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে।