Cyclonic Circulation: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জের! সপ্তাহ শেষে কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব? জানাল হাওয়া অফিস

Last Updated:
এই দুই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার দূরে রয়েছে। এই দু'টো সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে ও তার সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1/7
*দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলির পাশাপাশি অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের পাশাপাশি দুই দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফাইল ছবি।
নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ফলা আর তার জেরেই গোটা সপ্তাহজুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ রেখা ঝাড়খণ্ড থেকে উত্তর উড়িষ্যা এবং একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে বিস্তৃত রয়েছে।
advertisement
2/7
*শনিবারের পাশাপাশি রবিবারও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। সকাল থেকেই রোদের তাপে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কিন্তু বিকেলের পর বদলাচ্ছে আবহাওয়া। ফাইল ছবি।
এই দুই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার দূরে রয়েছে। এই দু'টো সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে ও তার সংলগ্ন এলাকাগুলিতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/7
*আজ ৩ মে শনিবার দিনের দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। পূর্ব মেদিনীপুরের শুধু দিঘা নয় তমলুক, কাঁথি, এগরা-সহ প্রতিটি প্রান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
৪ মে দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া,উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে।
advertisement
4/7
রবিবারে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।
৫ মে দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিন নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
advertisement
5/7
আজকেও বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে।বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আজ উত্তরবঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/7
উত্তরবঙ্গে দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
৪ মে উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়।
advertisement
7/7
বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। রাজ্যের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ মে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এইদিন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়।
advertisement
advertisement
advertisement