Kalbaisakhi Alert: সপ্তাহ শেষেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! ৪০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, লণ্ডভণ্ড হবে কোন কোন জেলা? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গোটা সপ্তাহজুড়ে চলছে চরম অস্বস্তিকর আবহাওয়া। চড়চড়িয়ে বাড়ছে পারদ কিন্তু এর মাঝেই আশার কথা শোনাল আবহাওয়া অফিস।
advertisement
জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরপূর্বে অসমে ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখা। সিকিম থেকে পশ্চিম বাংলাদেশ; যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।উত্তর দক্ষিণ অক্ষরেখা মারাঠা ওয়ারা থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি কর্ণাটক ও তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই ।
advertisement
advertisement
শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া এবং বীরভূম জেলার জন্য। বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে গরম ও অস্বস্তিতে কাটবে।
advertisement
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। রবিবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই পাঁচ জেলাতে।
advertisement
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।
advertisement
advertisement
কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে। রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামীকাল দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। আগামীকাল রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ফের হাওয়া বদলের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি।
advertisement
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার পরিস্থিতি রয়েছে বলেই পূর্বাভাস।