নন্দিনীদি রেগে আগুন, রোজ হচ্ছে 'নোংরামি'! 'ভাইরাল দিদি'র জীবনে প্রচণ্ড অশান্তি

Last Updated:
Nandini Di: নন্দিনীদির জীবনে নেমে চরম অশান্তি। রোজ বিভিন্ন নম্বর থেকে ফোন আসছে। অশ্লীল কথা বলা হচ্ছে তাঁকে। ভাইরাল দিদি এখন জীবনে শান্তি নেই।
1/7
ভাগ্য খুলে যেতে পারে এক দিনে! এ কথা বোধ হয় নন্দিনীদির ক্ষেত্রে প্রযোজ্য। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।
ভাগ্য খুলে যেতে পারে এক দিনে! এ কথা বোধ হয় নন্দিনীদির ক্ষেত্রে প্রযোজ্য। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখী।
advertisement
2/7
নিউটাউনে আকাঙ্খা মোড়ের কাছে নন্দিনীর হেঁসেল এখন বেশ জনপ্রিয়। তবে অনেকে ভেবেছিলেন, নন্দিনী হয়তো ডালহৌসির দোকান বন্ধ করে দেবেন!
নিউটাউনে আকাঙ্খা মোড়ের কাছে নন্দিনীর হেঁসেল এখন বেশ জনপ্রিয়। তবে অনেকে ভেবেছিলেন, নন্দিনী হয়তো ডালহৌসির দোকান বন্ধ করে দেবেন!
advertisement
3/7
নন্দিনীদি নিজেই জানিয়েছেন, ডালহৌসি ও নিউটাউন দুটি দোকানই চলবে। এমনকী তিনি এক ইউটিউবারকে জানান, এবার কাজের জন্য লোকও খুঁজছেন তিনি।
নন্দিনীদি নিজেই জানিয়েছেন, ডালহৌসি ও নিউটাউন দুটি দোকানই চলবে। এমনকী তিনি এক ইউটিউবারকে জানান, এবার কাজের জন্য লোকও খুঁজছেন তিনি।
advertisement
4/7
শুধুু তাই নয়, নন্দিনীদি আরও দুটি দোকান খোলার পরিকল্পনা করছেন। ডিএলএফের কাছে একটি দেকান খোলার পরিকল্পনা বাস্তবায়িত হবে শিগগির।
শুধুু তাই নয়, নন্দিনীদি আরও দুটি দোকান খোলার পরিকল্পনা করছেন। ডিএলএফের কাছে একটি দেকান খোলার পরিকল্পনা বাস্তবায়িত হবে শিগগির।
advertisement
5/7
তবে এরই মধ্যে নন্দিনীকে জনপ্রিয় হওয়ার মাশুল গুনতে হচ্ছে। কিছুদিন আগে নন্দিনীদি দাবি করেন, কোনও এক ইউটিউবার তাঁর নম্বর ছড়িয়ে দিয়েছে। তার পর থেকে একের পর এক ফোনে তাঁকে অশ্লীল কথা বলা হচ্ছে।
তবে এরই মধ্যে নন্দিনীকে জনপ্রিয় হওয়ার মাশুল গুনতে হচ্ছে। কিছুদিন আগে নন্দিনীদি দাবি করেন, কোনও এক ইউটিউবার তাঁর নম্বর ছড়িয়ে দিয়েছে। তার পর থেকে একের পর এক ফোনে তাঁকে অশ্লীল কথা বলা হচ্ছে।
advertisement
6/7
সোশ্যাল মিডিয়ার দৌলতে নন্দিনীদির এখন প্রচুর ফলোয়ার্স। এমনকী তাঁর নম্বর লেখা রয়েছে নিউটাউনের দোকানের প্ল্যাকার্ডে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে নন্দিনীদির এখন প্রচুর ফলোয়ার্স। এমনকী তাঁর নম্বর লেখা রয়েছে নিউটাউনের দোকানের প্ল্যাকার্ডে।
advertisement
7/7
নন্দিনীদি দাবি করেন, কেউ একজন তাঁর নম্বর ইউ টিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর দিনে অগুণতি ফোন আসছে তাঁর কাছে। তার মধ্যে বেশিরভাগ ফোন কলে তাঁকে অশ্লীল কথা বলা হচ্ছে।
নন্দিনীদি দাবি করেন, কেউ একজন তাঁর নম্বর ইউ টিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর দিনে অগুণতি ফোন আসছে তাঁর কাছে। তার মধ্যে বেশিরভাগ ফোন কলে তাঁকে অশ্লীল কথা বলা হচ্ছে।
advertisement
advertisement
advertisement