Market Price Hike: জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ঊর্ধ্বমুখী সবজির দাম, মাছ-মাংসে হাত ছোঁয়ানো দায়...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
চলতি মাসেই জামাইষষ্ঠী, তার আগে গত এক সপ্তাহ ধরে দাম বৃদ্ধির চিত্রটা দ্রুত বদলে গিয়েছে শহরের বাজারে। হু হু করে দাম বেড়েছে বাজারে সব সবজির।
*করোনার জেরে রাজ্যজুড়ে জারি রয়েছে কড়া বিধি নিষেধ। বন্ধ লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে শহরের সব্জি বিক্রেতাদের ভরসা সড়ক পথ। ছোট ছোট পন্যবাহী গাড়িতেই জেলা থেকে শহর কলকাতার বাজারে আনা হচ্ছে সবজি। শুরুর দিকে আম বাঙালির আওতার মধ্যে সব্জির দাম ছিল। কিন্তু দিন কয়েক যেতেই ডিজেলের দামবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করে সব্জির বাজারে। পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে সবজির দাম। ফাইল ছবি। প্রতিবেদনঃ অমিত সরকার।
advertisement
*গত এক সপ্তাহ ধরে দাম বৃদ্ধির চিত্রটা দ্রুত বদলে গিয়েছে শহরের বাজারে। যার কারণ হিসেবে লেক মার্কেটের সব্জি বিক্রেতাদের দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় সবজির দামে। বিক্রেতা শম্ভু সাহার দাবি, ঘূর্ণিঝড়ে প্রচুর সব্জি নষ্ট হয়েছে জমিতে। বিক্রেতাদের দাবি, জলোচ্ছ্বসে নোনা জল চাষের জমিতে ঢুকে পড়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
*রবিবার লেক মার্কেটে পটলের দাম ছিল ৪০ থেকে ৬০ টাকা প্রতি কেজি। যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি । অস্বাভাবিক দাম বেড়েছে বেগুনের। এক লাফে ২০-২৫ টাকা কেজিতে দাম বেড়েছে। এদিন বেগুনের দাম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। সজনে ডাটা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি। এই সপ্তাহে দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা কেজি। ফাইল ছবি।
advertisement
advertisement
*অন্যদিকে, পিঁয়াজ কাটার আগেই চোখে জল আসার অবস্থা। গত তিন দিনে লাগাতার দাম বেড়েছে পিঁয়াজের, এমনই দাবি বিক্রেতার। ৪০ কেজি পিঁয়াজের একটি বস্তা চারদিন আগে ৯০০ টাকাতে কিনেছেন বিক্রেতা। এ দিন ওই বিক্রেতাকে দাম দিতে হয়েছে ১২০০ টাকা। খুচরো বাজারে আজ পিঁয়াজ ৪০ টাকা কেজি। স্বাভাবিক ভাবেই বিক্রেতা থেকে ক্রেতা সকলেরই পিঁয়াজ কিনতে কাটার আগেই চোখে জল আসছে। ফাইল ছবি।
advertisement
advertisement








