ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করলেন উস্তাদ মনসুর আলি খান, পণ্ডিত তন্ময় বসু-সহ অনেকে

Last Updated:
গুরু কননের অন্যতম ছাত্রী চন্দ্রা চক্রবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁর সংস্থার নাম কালাকার।
1/5
• শাস্ত্রীয় সংগীতের অন্যতম নামজাদা গুরু এ কনন-এর জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজন করা হল এক ভার্চুয়াল কনসার্টের। হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের একজন লেজেন্ড গুরু কনন। খেয়ালের জন্য তিনি বিখ্যাত।
• শাস্ত্রীয় সংগীতের অন্যতম নামজাদা গুরু এ কনন-এর জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজন করা হল এক ভার্চুয়াল কনসার্টের। হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের একজন লেজেন্ড গুরু কনন। খেয়ালের জন্য তিনি বিখ্যাত।
advertisement
2/5
• ছোটবেলায় কনন জি, ক্রিকেটার হতে চেয়েছিলেন। ১৮ বছর বয়সে রেলের চাকরিতে যোগ দেন। মুম্বাইয়ে একটি ক্রিকেট ম্যাচ খেলতে এসে অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দেন কনন জি। অডিশনেই তিনি রেডিওতে চাকরি পেয়ে যান।
• ছোটবেলায় কনন জি, ক্রিকেটার হতে চেয়েছিলেন। ১৮ বছর বয়সে রেলের চাকরিতে যোগ দেন। মুম্বাইয়ে একটি ক্রিকেট ম্যাচ খেলতে এসে অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দেন কনন জি। অডিশনেই তিনি রেডিওতে চাকরি পেয়ে যান।
advertisement
3/5
• চাকরি সূত্রে কনন জি প্রথমে হায়দরাবাদ ও পরে কলকাতায় আসেন। কলকাতা থেকে তাঁকে বদলি করা হলে, তিনি চাকরি ছেড়ে কলকাতাতেই থেকে যান।
• চাকরি সূত্রে কনন জি প্রথমে হায়দরাবাদ ও পরে কলকাতায় আসেন। কলকাতা থেকে তাঁকে বদলি করা হলে, তিনি চাকরি ছেড়ে কলকাতাতেই থেকে যান।
advertisement
4/5
• গুরু কননের অন্যতম ছাত্রী চন্দ্রা চক্রবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁর সংস্থার নাম কালাকার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত বিজয় কিচলু, পণ্ডিত কুমার বসু, উস্তাদ শাহিদ পরভেজ।
• গুরু কননের অন্যতম ছাত্রী চন্দ্রা চক্রবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তাঁর সংস্থার নাম কালাকার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত বিজয় কিচলু, পণ্ডিত কুমার বসু, উস্তাদ শাহিদ পরভেজ।
advertisement
5/5
• তালিকা আরও দীর্ঘ। উস্তাদ মনসুর আলি খান, পণ্ডিত তন্ময় বসু, উস্তাদ সুজাত খান, উস্তাদ গুলাম আলি ও অনেকের সুর, তালে ভোরে ওঠে এই অনুষ্ঠান।
• তালিকা আরও দীর্ঘ। উস্তাদ মনসুর আলি খান, পণ্ডিত তন্ময় বসু, উস্তাদ সুজাত খান, উস্তাদ গুলাম আলি ও অনেকের সুর, তালে ভোরে ওঠে এই অনুষ্ঠান।
advertisement
advertisement
advertisement