Bengal Election 2021 : একটিমাত্র গাড়ি, নেই নিজস্ব বাড়িও! রইল লাভলি মৈত্রের সম্পত্তির খতিয়ান
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
‘জলনূপুর’ ধারাবাহিকের মূল নারী চরিত্র সেই ‘কাজল’ই এ বার সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। জনপ্রিয় এই টেলিতারকার আসল নাম অরুন্ধতী মৈত্র।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘাসফুল-পতাকা হাতে রাজনীতিতে পা দিয়েছেন লাভলি মৈত্র। তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়েছেন 'জলনূপুরের'' নায়িকা। টেলিসিরিয়ল দিয়ে অভিনয়ে আসা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে কলাবিদ্যায় স্নাতক লাভলি অভিনয়কেই নিজের পেশা বলে উল্লেখ করেছেন তাঁর হলফনামায়। স্বামী সৌম্য সরকারি কর্মী।
advertisement
লাভলির প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাঁর স্বামীর পদাধিকার নিয়ে জটিলতাও দেখা দিয়েছিল।স্বামী সৌম্য ছিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। নির্বাচন চলাকালীন একজন প্রার্থীর স্বামী কী ভাবে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক পদে কর্মরত থাকতে পারেন সেই প্রশ্ন তোলেন বিরোধীরা। শেষ অবধি নির্বাচন কমিশন সৌম্যকে দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরিয়ে দেয়।
advertisement
advertisement
নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন লাভলি। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর উপার্জন ছিল ২ লক্ষ ২৭ হাজার ৬৮৩ টাকা। পরের আর্থিক বছরে এই অঙ্ক ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৮৮০ টাকা। তাঁর স্বামী সৌম্য রায়ের ২০১৮-১৯ আর্থিক বছরে উপার্জন দেখানো হয়েছে ১০ লক্ষ ২৯ হাজার ৩১৫ টাকা। তার আগের বছরে তাঁর উপার্জন ছিল ১১ লক্ষ ২০ হাজার ৯৭৬ টাকা।
advertisement
লাভলি এবং তাঁর স্বামী দু’জনের হাতেই নগদ ২০ হাজার করে টাকা আছে বলে তাঁরা জানিয়েছেন। স্টেট ব্যাঙ্কের একটি শাখায় লাভলির নামে গচ্ছিত আছে ৯ লক্ষ ৫৪ হাজার টাকা। একই ব্যাঙ্কের অন্য শাখায় তাঁর স্বামীর নামে আছে ১৩ লক্ষ টাকা। লাভলির স্বামী সৌম্যর জীবনবিমা আছে ৫ লক্ষ টাকার। তবে লাভলি নিজের নামে কোনও বিমার কথা উল্লেখ করেননি। দু’জনের কোনও ব্যাঙ্কঋণও নেই।
advertisement
হলফনামায় একটি গাড়ির কথা উল্লেখ করেছেন লাভলি। জানিয়েছেন, একটি শেভ্রোলে স্পার্কের মালিক তিনি। গাড়িটি সাড়ে ৪ লাখ টাকায় তিনি কিনেছিলেন বলে উল্লেখ করেছেন। তাঁর কাছে ৭৫০ গ্রাম সোনার গয়না আছে বলে জানিয়েছেন লাভলি। যার বর্তমান বাজারদর প্রায় ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫০০ টাকা। স্বামী সৌম্যর কাছে আছে ৪০০ গ্রাম সোনার গয়না। যার বর্তমান বাজারদর প্রায় ১৮ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা। কৃষিজমি বা অন্য কোনও ধরনের জমির কথা উল্লেখ করেননি লাভলি। এমনকি, তাঁরা কোনও বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন বলেও উল্লেখ করেননি লাভলি।
advertisement
তবে লাভলিকে টিকিট দেওয়া নিয়ে দলের অভ্যন্তরেও দ্বন্দ্ব দেখা দিয়েছে। স্থানীয় কাউকে প্রার্থী না করে লাভলিকে প্রার্থী করায় অসন্তোষ জমে ওঠে তৃণমূলের অন্দরে। বিক্ষোভও দেখান বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। পরবর্তীতে অবশ্য লাভলি জানান, তিনি বিদায়ী বিধায়কের সঙ্গে দেখা করেছেন। সৌজন্য বজায় আছে দুই তরফেই। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, অভ্যন্তরীণ মান-অভিমান এড়িয়ে এহেন লাভলি কি পারবেন বিধায়ক হতে? প্রশ্নের উত্তর দেবে ব্যালট বক্স।