advertisement
কোনও বিষয়ে ভীতি বা সাবজেক্ট ফোবিয়া দুভাবে হতে পারে৷ আমরা কোনও বিষয় যখন প্রথম দিকে বুঝতে পারি না, বেশিরভাগ সময়ই সেটা নিয়ে প্রশ্ন করতে ভয় পাই৷ বিষয়টাতে মন দিতে পারি না৷ এর ফলে কী হয় এটা ভাবতে ভাবতে ক্লাসটা এগিয়ে চলে, বিষয়টাও অ্যাডভান্স লেভেলে পৌঁছে যায়৷ যা শুরু থেকেই বুঝতে পারিনি, সেটা যখন গভীরে যায় তখন বুঝতে আরও অসুবিধা হয়৷ ফলে বিষয়টা আমরা অপছন্দ করতে শুরু করি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবচেয়ে বেশি যেই বিষয়টায় ভীতি তৈরি হয় তা হল অঙ্ক৷ কারণ ওই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না৷ অঙ্ক কিন্তু এমন একটা বিষয় যেটা প্র্যাকটিস করতে হয়৷ তাই এই যে আড়াই মাস সময় রয়েছে, তার মধ্যে যে অঙ্কগুলো আমরা পারি সেগুলো ভাল করে প্র্যাকটিস করলে কিন্তু মোটামুটি একটা জায়গায় পৌঁছে গিয়ে কিছুটা নম্বর পেয়ে যাওয়া যাবে৷