অ্যালুমিনিয়ামের বালতি দিয়ে মেরে মেরে থেঁতলে বাবা ও স্ত্রীকে খুন করল ব্যবসায়ী
Last Updated:
হাতের কাছে থাকা অ্যালুমিনিয়ামের বালতি দিয়ে স্ত্রী লি হাও মিয়ার মাথায় আঘাত করে লি ওয়ান। মাটিতে লুটিয়ে পড়েন লি হাও। ছেলের কীর্তি দেখে ফেলেন বাবা লি কাসং। তখন বাবাকেও একইভাবে খুন করে লি ওয়ান।
advertisement
শুক্রবার রাতে চায়না টাউনে উদ্ধার হয় জোড়া দেহ। নিহত লি কাসং ও লি হাও মিয়া সম্পর্কে শ্বশুর-পুত্রবধূ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নিহত মহিলার স্বামী লি ওয়ান থোকে। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে, দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না লি ওয়ানের ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ করতেন স্ত্রী লি হাও মিয়া ৷ প্রায়ই অশান্তি লেগে থাকত দম্পতির ৷