Supreme Court: 'অপরাধের তকমামুক্ত করার সময় এসে গিয়েছে', মানহানি নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের! ফয়সালা হবে বহু মামলার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: সোমবার সুপ্রিম কোর্টের উল্লেখিত বিচারকদের বেঞ্চ মন্তব্য করে জানায় যে, “মনে হয়, এবার এই সমস্ত মামলাকে অপরাধের তকমামুক্ত করার সময় এসে গিয়েছে। আর কত দিন এটাকে এ ভাবে টেনে নিয়ে যাওয়া হবে?”
সোমবার সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, মানহানিকে অপরাধের তকমামুক্ত করার সময় এসেছে। এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অমৃতা সিংয়ের করা এক মানহানির মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ হন অবসরপ্রাপ্ত শিক্ষিকা অমৃতা সিং। তাঁর দাবি, ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, তাঁর নেতৃত্বে জেএনইউ-র এক দল শিক্ষক-শিক্ষিকা বিশ্ববিদ্যালয় নিয়ে ২০০ পাতার একটি নথি তৈরি করেন। সেই নথিতে নানা আপত্তিকর মন্তব্য লেখা ছিল এবং পরে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও পাঠানো হয়। এই রিপোর্টকে মানহানিকর বলে আদালতের দ্বারস্থ হন অমৃতা।
advertisement
advertisement
advertisement